বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
11.7 C
Toronto

Latest Posts

ফেব্রুয়ারিতে প্রবৃদ্ধি ১.১%

- Advertisement -
ফেব্রুয়ারিতে সেবা খাতের প্রবৃদ্ধি হয়েছে দশমিক ৯ শতাংশ। অন্যদিকে পণ্য উৎপাদনের প্রবৃদ্ধি হয়েছে ১ দশমিক ৫ শতাংশ

ফেব্রুয়ারিতে কানাডার প্রকৃত মোট দেশজ উৎপাদন (জিডিপি) ১ দশমিক ১ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে স্ট্যাটিস্টিকস কানাডা। ২০২১ সালের মার্চের পর এটাই মাসভিত্তিক সর্বোচ্চ প্রবৃদ্ধি। পূর্ববর্তী প্রাক্কলন অনুযায়ী মার্চে দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি হবে বলে জানিয়েছে সংস্থাটি।

স্ট্যাটিস্টিকস কানাডা বলছে, ফেব্রুয়ারিতে সেবা খাতের প্রবৃদ্ধি হয়েছে দশমিক ৯ শতাংশ। অন্যদিকে পণ্য উৎপাদনের প্রবৃদ্ধি হয়েছে ১ দশমিক ৫ শতাংশ।

- Advertisement -

গত বছরের ডিসেম্বর ও জানুয়ারিতে আরোপিত মহামারি সংশ্লিষ্ট বিধিনিষেধ শিথিল করার ফলে অ্যাকোমোডেশন ও খাদ্য সেবা খাত ১ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির দেখা পেয়েছে। পরিবহন ও ওয়্যারহাউজ খাতের প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ১ শতাংশ এবং আর্টস, এন্টারটেইনমেন্ট ও রিক্রিয়েশন খাত ফেব্রুয়ারিতে কানাডার অর্থনীতিতে ৮ দশমিক ৪ শতাংশ যোগ করেছে। এছাড়া মাসটিতে নির্মাণ খাতের প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৭ শতাংশ।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.