বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
9.4 C
Toronto

Latest Posts

মডার্নার ভ্যাকসিন উৎপাদন হবে মন্ট্রিয়লে

- Advertisement -
মার্কিন ভ্যাকসিন উৎপাদন কোম্পানি মডার্না কানাডায় তাদের প্রতিশ্রুত কারাখানাটি মন্ট্রিয়ল এলাকায় নির্মাণের ঘোষণা দিয়েছে

মার্কিন ভ্যাকসিন উৎপাদন কোম্পানি মডার্না কানাডায় তাদের প্রতিশ্রুত কারাখানাটি মন্ট্রিয়ল এলাকায় নির্মাণের ঘোষণা দিয়েছে। শুক্রবার এ ঘোষণা দিয়েছে কোম্পানিটি, সংশ্লিষ্ট একটি সূত্র এটি নিশ্চিত করেছেন।

কানাডায় এ ধরনের কারখানা নির্মাণে মডার্নার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কানাডা সরকারের সঙ্গে চুক্তি করার ছয় মাস পর ঘোষণাটি এলো। সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে কোভিড-১৯ ভ্যাকসিনের যখন খুব বেশি প্রয়োজন হয়ে উঠেছিল সেই সময় কানাডায় বায়োম্যানুফ্যাকচারিং শিল্প লক্ষ্যণীয় হারে কমে গেছে। ওই সময় তাৎক্ষণিকভাবে ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা কানাডার ছিল না।

- Advertisement -

এর ফলে ভ্যাকসিনের জন্য কানাডা পুরোপুরি আমদানিনির্ভর হয়ে পড়ে। তবে আর কখনই ওই অবস্থানে নিজেকে দেখতে চায় না বলে জানিয়েছেন ফ্রাসোয়াঁ-ফিলিপ শ্যাম্পেইন। ভ্যাকসিন উৎপাদন ও

বায়োম্যানুফ্যাকচারিং শিল্প ফিরিয়ে আনতে গত বছর অটোয়া আগামী সাত বছরের জন্য ২২০ কোটি ডলারের বাজেট ঘোষণা করে। এর আগে মন্ট্রিয়লের ন্যাশনাল রিসার্চ কাউন্সিলের পরিচালনায় ভ্যাকসিন উৎপাদন কারখানা প্রতিষ্ঠায় ১২ কোটি ৬০ লাখ ডলারের প্রতিশ্রুতি দিয়েছিল অটোয়া। পাশাপাশি কুইবেকের মেডিকাগোকে কোভিড-১৯ ভ্যাকসিন উৎপাদন ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার লক্ষ্যে ১৭ কোটি ৩০ ডলারের প্রতিশ্রুতিও দিয়েছে সরকার।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.