শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
0.6 C
Toronto

Latest Posts

প্রদেশব্যাপী হ্যান্ডগান নিষিদ্ধের কথা ভাবছে না অন্টারিও

- Advertisement -
প্রিমিয়ার ডগ ফোর্ড

বন্দুক সন্ত্রাসের বিরুদ্ধে অন্টারিওর লড়াইয়ের উত্তর প্রদেশব্যাপী হ্যান্ডগান নিষিদ্ধের মধ্যে নিহিত নেই। তবে অবৈধ এসব হ্যান্ডগান যেখানে রাখা হয় তার সন্ধান পেতে পুলিশ সার্ভিসে তহবিল জোগানের চেষ্টা অব্যাহত রাখঅ হবে বলে জানিয়েছেন প্রিমিয়ার ডগ ফোর্ড।
বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার অবস্থানে আমি খুবই পরিস্কার। গ্যাং ও গানের বিরুদ্ধে লড়াইয়ে আমরা ১৮ কোটি ৫০ লাখ ডলার দিয়েছি। আমাদের যা দরকার তা হলো বিনিয়োগ ও পুলিশকে সহায়তা অব্যাহত রাখা।

আগের দিন অন্টারিও লিবারেল নেতা স্টিভেন ডেল ডুকা ২ জুনের নির্বাচনে জয়লাভ করলে প্রদেশজুড়ে হ্যান্ডগান নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দেন। তার ঘোষণা অনুযায়ী, হ্যান্ডগান বিক্রি, নিজের অধিকারে রাখা ও সংরক্ষণ নিষিদ্ধ হবে। প্রিমিয়ার ডগ ফোর্ডের বিরুদ্ধে গান লবিদের স্বার্থকে বন্দুক সন্ত্রাসের শিকার ব্যক্তিদের ওপরে রাখার অভিযোগও আনেন তিনি।

- Advertisement -

ডগ ফোর্ড ডেল ডুকার অভিযোগ নাকচ করে দেন। সেই সঙ্গে জোর দিয়ে বলেন, কোনো গান লবি এখন পর্যন্ত তার সঙ্গে দেনদরবার করেনি। একটা জিনিসই আমি জানি এবং তা হলো দুটি বিষয় আছে। আমাদের পুলিশ কর্মকর্তাদের পেছনে বিনিয়োগ করা। পুলিশের গ্যাং ও গান বিভাগে বিনিয়োগ করা এবং যেখানে অবৈধ অস্ত্র রাখঅ হয় সেখানে তাদেরকে যাওয়ার জন প্রস্তুত করা ও দুষ্টু ব্যক্তিদের গ্রেপ্তার করা।
তিনি বলেন, সব স্তরের সরকারই এটা জানে যে, অবৈধ অস্ত্র আসছে যুক্তরাষ্ট্র থেকে এবং অন্টারিওবাসীকে নিরাপদ রাখতে সীমান্তে কঠোর পদক্ষেপ গ্রহণ জরুরি।

এদিকে বিক্রি হওয়া নিষিদ্ধ অস্ত্র ফেরত নেওয়ার সুযোগ রেখে গত বছরের ফেব্রুয়ারিতে একটি বিল আনে অটোয়া, যা বিল সি-২১ নামে পরিচিত। ওই আইনে কেন্দ্রীয়ভাবে নিষিদ্ধের পরিবর্তে নগরভিত্তিক হ্যান্ডগান বিক্রি নিষিদ্ধের সুযোগ রাখঅ হয়েছে। তবে ডগ ফোর্ড সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতার ইঙ্গিত দিয়েছেন। যদিও টরন্টো মেয়র জন টরি এ মাসের গোড়ার দিকে বিলটির প্রতি সমর্থন জানিয়েছিলেন।

বছর ধরেই টরন্টোতে বন্দুক সন্ত্রাস জেঁকে বসেছে। এ বছরের এখন পর্যন্ত গুলিতে নিহতের সংখ্যা পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চে দাঁড়িয়েছে। আর ২০২১ সালের একই সময়ের তুলনায় বেড়েছে ৩৬ শতাংশ।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.