
কর্মক্ষেত্রে আহত কর্মীদের ক্ষতিপূরণ বাড়ানো হবে বলে জানিয়েছে অন্টারিও সরকার। তবে প্রস্তাবিত এ পরিবর্তন এখনই কার্যকর হচ্ছে না। এজন্য নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে।
অন্টারিও গ্রোগ্রেসিভ কনজার্ভেটিভ পার্টি (পিসি) বলেছে, দুর্ঘটনার আগে কর্মীরা বাড়িতে যে বেতন নিতে পারতেন দুর্ঘটনার পর তার ৯০ শতাংশ বাড়িয়ে একটি পরিকল্পনা তৈরির জন্য ওয়ার্কপ্লেস সেফটি ইন্স্যুরেন্স বোর্ডকে (ডব্লিউএসআইবি) নির্দেশনা দেওয়া হয়েছে। কর্মক্ষেত্রে আহত কর্মীরা বর্তমানে দুর্ঘটনা-পূর্ববর্তী বেতনের ৮৫ শতাংশ পেয়ে থাকেন।
শ্রমমন্ত্রী মন্টি ম্যাকনটন বলেন, সরকার বর্তমানে ১০০ কোটি ডলার দিয়ে এটি শুরু করতে যাচ্ছে। ডব্লিউএসআইবির অতিরিক্ত তহবিল রয়েছে। মূল্যস্ফীতি সবাইকেই ভোগাচ্ছে এবং কর্মীদের ন্যায্য বেতন পাওয়ার অধিকার রয়েছে।
নতুন ক্ষতিপূরণের জন্য আইন সংশোধনের প্রয়োজন পড়বে। সরকার বলছে, হেমন্তে তারা সংশোধনীটি প্রস্তাব করবে। এর অর্থ হলো টোরিরা আবারও সরকার গঠন করলে ২০২৩ সাল থেকে কর্মীরা বর্ধিত বেতন পেতে শুরু করবে।
উদ্বৃত্ত ডব্লিউএসআইবি তহবিল থেকে কর্মীদের রিবেট দেওয়ার পর এই ঘোষণা দিল সরকার। রিবেটের ঘোষণাটি এ বছরের গোড়ার দিকে এসেছিল। নির্বাচন সামনে রেখে কর্মীবান্ধব সরকারের যে ভাবমূর্তী বেতন বৃদ্ধি তারই অংশ। বড় দলগুলো নির্বাচনে জয়লাভ করলে ন্যুনতম মজুরি বাড়ানোর ঘোষণা আগেই দিয়েছে।