শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
1.7 C
Toronto

Latest Posts

ইহুদি নিধন অস্বীকার বেআইনী হচ্ছে

- Advertisement -
ফাইল ছবি

বাড়তে থাকা ইহুদি বিদ্বেষ বন্ধে ইহুদি নিধনের অস্বীকার করাকে কানাডা বেআইনী ঘোষিত হচ্ছে। ইহিুদি নিধন যে সংঘটিত হয়েছিল তা অস্বীকার করা বা নাৎসিদের হাতে ইহুদি হত্যাকে ছোট করে দেখাকে ফৌজদারি অপরাধ ঘোষণা করতে যাচ্ছে ফেডারেল সরকার। এর অংশ হিসেবে দ- বিধির দ্রুত পরিবর্তনের জন্য একটি বিল ব্যবহারের পরিকল্পনা করছেন মন্ত্রীরা।

কানাডায় হোয়াইট সুপ্রিমেসি ও ইহুদি বিদ্বেষ বেড়ে যাওয়ার ব্যাপারে এমপি ও ঘৃণাবিরোধেীর গ্রুপগুলোর সতর্কবার্তার পর ইহুদি নিধন অস্বীকার করাকে বেআইনী ঘোষণা করার উদ্যোগ নেওয়া হলো।

- Advertisement -

সেন্টার ফর ইসরায়েল অ্যান্ড জুইশ অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট রিচার্ড মার্কো বলেন, ইহুদির কানাডার মোট জনসংখ্যার মাত্র ১ শতাংশ। কিন্তু ধর্মীয় কারণে যেসব হেইট ক্রাইম সংঘটিত হয় তার ৬২ শতাংশই ইহুদিদের লক্ষ্য করে। আমরা এমন এক সময়ে বাস করছি যখন ইহুদি বিদ্বেষ বাড়ছে।

জার্মানি, গ্রিস, ফ্রান্স, বেলজিয়াম ও চেক প্রজাতন্ত্রের মতো ইউরোপীয় দেশগুলো ইহুদি নিধন অস্বীকারকে এরইমধ্যে বেআইনী ঘোষণা করেছে। এসব দেশের সঙ্গে সাামিল হচ্ছে এবার কানাডাও।

হিটলারের সময় নাৎসি অধিকৃত ইউরোপে পদ্ধতিগতভাবে ৬০ লাখ ইহুদিকে হত্যা করা হয়েছিল। ইহুদি নিধন স্মরণ ও ইহুদি বিদ্বেষ বিরোধী ভূমিকা পালনকারী প্রধানমন্ত্রী বিশেষ দূত আরভিন কোটলার বলেন, ইহুদি নিধন অস্বীকার ও সংবিধানের বিকৃতি স্মৃতি, সত্য ও ন্যায়বিচারের ওপর নিষ্ঠুর আঘাত।

কোটলারের কার্যালয়কে সহায়তার জন্য বাজেটে ৫৬ লাখ ডলার বরাদ্দ রাখা হয়েছে। জননিরাপত্তা মন্ত্রী মার্কো মেন্ডিসিনো বলেন, কানাডায় ইহুদি বিদ্বেষ ও ইহুদি নিধন অস্বীকারের কোনো সুযোগ নেই।

এদিকে কানাডার ইহুদি সম্প্রদায়ের জন্য বাজেটে ৭ কোটি ডলারের বেশি বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে ২ কোটি ডলার ব্যয় হবে মন্ট্রিয়লের হলোকস্ট মিউজিয়ামের স্থানান্তর ও সম্প্রসারণে। ২৫ লাখ ডলার ব্যয় করা হবে টরন্টোর সারাহ অ্যান্ড চেইম নিউবার্গার হলোকস্ট এডুকেশন সেন্টারের জন্য।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.