
ইউক্রেন ও প্রতিবেশী দেশগুলোতে মানবিক সংকট তীব্র আকার ধারণ করতে থাকায় মানবিক সহায়তা হিসেবে আরও ১০ কোটি ডলার ঘোষণা করেছে ফেডারেল সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তহবিল সংগ্রহকালে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শনিবার এ ঘোষণা দেন।
এক বিৃতিতে জাস্টিন ট্রুডো বলেন, খাদ্য, পানি, আশ্রয় বা ওষুধ যে সহায়তারই প্রয়োজন হোক না কেন এই সময়ে আমরা তা সরবরাহ করে আপনাদের পাশি আছি। আমরা ইউক্রেনের পাশে দাঁড়িয়েছি।
শনিবারের ঘোষণা নিয়ে কানাডা এখন পর্যন্ত ইউক্রেনকে ২৪ কোটি ৫০ লাখ ডলারের মানবিক সহায়তা দিল। এর মধ্যে ১৪ কোটি ৫০ লাখ বরাদ্দ দেওয়া হয়েছে জাতিসংঘের বিভিন্ন সংস্থা, রেড ক্রস মুভমেন্ট ও অন্যান্য বেসরকারি সংস্থাকে।
অভিবাসন মন্ত্রী শন ফ্রেজার শনিবার সাংবাদিকদের বলেন, কানাডা-ইউক্রেন অথরাইজেশন ফর ইমার্জেন্সি ট্রাভেল কর্মসূচির আওতায় ইউক্রেনীয়দের কাছ থেকে পাওয়া ৩০ হাজার আবদেন এরই মধ্যে অনুমোদন করেছে কানাডা। রুশ আক্রমণের মুখে পালিয়ে আসা ইউক্রেনীয়দের বায়োমেট্রিক থেকেও অব্যাহত দেওয়া হচ্ছে। ১৮ বছরের কম বয়সী, ৬০ বছরের বেশি বয়সী ও এর আগে কানাডিয়ান ভিসা পাওয়া ব্যক্তিদের অভিবাসন সংক্রান্ত অন্য কোনো ইস্যু না থাকলে কানাডায় বায়োমেট্রিকের প্রয়োজন নেই। সরকার বায়োমেট্রিক সংগ্রহের ওপর থেকে চাপ কমাতে চাইাছে। যাদের ভ্রমণ সংক্রান্ত দলিল নেই তারাও যাতে ভ্রমণ করতে পারেন সেজন্য তার বিভাগও কাজ করছে।
তিনি বলেন, চার্টার ফ্লাইটের ব্যবস্থা করতে তার বিভাগ কানাডিয়ান এয়ারলাইন্সগুলোর সঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন পরিবহনমন্ত্রী ওমর আলঘাবরা। তবে এ ব্যাপারে সবকিছু এখনও চূড়ান্ত হয়নি। ক্ষতিগ্রস্ত ইউক্রেনীয়দের অনেকেই এখনও ছড়িয়ে ছিটিয়ে আছেন এবং স্তান ত্যাগের জন্য এখনই প্রস্তুত নন তারা। কাউকেই জোরপূর্বক বাস্তুচ্যুত করা উচিত নয় এবং অবৈধ এই যুদ্ধের কারণে যেসব ইউক্রেনীয় দেশ ছাড়তে বাধ্য হয়েছেন আমরা তাদের সঙ্গে আছি। কানাডিয়ান হিসেবে আমাদের পক্ষে যা করণীয় আমরা তা করবো। আমরা ইউক্রেনীয়দের পারেশ দাঁড়াবো এবং কানাডায় তাদের উষ্ণ অভ্যর্থনা জানাবো।