
কানাডার উৎপাদন খাতের বিক্রি গত ফেব্রুয়ারিতে ৪ দশমিক ২ শতাংশ বেড়ে ৬ হাজার ৭৭০ কোটি ডলারে দাঁড়িয়েছে। বিক্ষোভকারীদের কানাডা ও যুক্তরাষ্ট্রের সংযোগকারী অ্যাম্বাসেডর ব্রিজ অবরোধ ও চলমান সেমিকন্ডাক্টর ঘাটতি সত্ত্বেও ফেব্রুয়ারিতে গাড়ি উৎপাদন বেড়েছে।
স্ট্যাটিস্টিকস কানাডার উপাত্ত বলছে, উৎপাদন খাতের ২১টি শিল্পের মধ্যে ১৪টির বিক্রিই টানা পঞ্চম মাসের মতো বাড়ল। ফেব্রুয়ারিতে গাড়ির বিক্রি ২৫ শতাংশ বেড়ে ৩৭০ কোটি ডলারে দাঁড়ানোয় সার্বিক উৎপাদন বৃদ্ধি পেয়েছে। ফেব্রুয়ারিতে গাড়ির যে বিক্রি তা ২০২১ সালের জানুয়ারির পর সর্বোচ্চ। কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যকার কিছু হাইওয়ে ক্রসিং অবরোধ করার পরও এ প্রবৃদ্ধি সম্ভব হয়েছে।
স্ট্যাটিস্টিকস কানাডার তথ্য অনুযায়ী, অবরোধের কারণে ফেব্রুয়ারিতে গাড়ি ও যন্ত্রাংশ রপ্তানি ৫ শতাংশ হ্রাস পেয়েছে।
ক্যাপিটাল ইকোনমিকসের উত্তর আমেরিকা বিষয়ক প্রধান অর্থনীতিবিদ পল আশওয়ার্থ বলেন, মূল্যবৃদ্ধি কিছুটা হলেও বিক্রয় প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে। উৎপাদকদের মূল্য ৩ দশমিক ১ শতাংশ বেড়েছে। কিন্তু বিক্রয় বেড়েছে ২ দশমিক ২ শতাংশ।
স্ট্যাটিস্টিকস কানাডা বলছে, বিক্ষোভে ১৭ দশমিক ৭ শতাংশ উৎপাদন কারখানা ক্ষতিগ্রস্ত হয়। ১৩ দশমিক ২ শতাংশ কারখানা পরিবহনে বিঘœ ঘটার কথা জানিয়েছে। কাঁচামালের ঘাটতির কথা জানিয়েছে ৮ দশমিত ৩ শতাংশ কারখানা।
গাড়ির পাশাপাশি খাদ্যপণ্যের বিক্রিও গত ফেব্রুয়ারিতে ৫ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া পেট্রোলিয়াম ও কয়লা শিল্পের বিক্রি ৬ দশমিক ৭ শতাংশ। উচ্চ মূল্যের কারণেই মূলত এই বিক্রয় প্রবৃদ্ধি। কাঠজাত পণ্যের বিক্রি ফেব্রুয়ারিতে ৮ দশমিক ৫ শতাংশ বেড়ে ৪৫০ কোটি ডলারে দাঁড়িয়েছে।
পৃথক আরেক প্রতিবেদনে ফেব্রুয়ারিতে পাইকারী বিক্রয় দশমিক ৪ শতাংশ কমে ৭ হাজার ৮৮০ কোটি ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে স্ট্যাটিস্টিকস কানাডা। ২০২১ সালের জুলাইয়ের পাইকারী বিক্রয়ে এটাই প্রথম পতন।
ফেব্রুয়ারিতে ব্যক্তিগত ও গৃহস্থালী পণ্যের বিক্রি ৫ দশমিক ১ শতাংশ হ্রাস পেয়ে ১ হাজার ১৪০ কোটি ডলারে নেমে এসেছে। অন্যদিকে নির্মাণ সা¤্রগীর বিক্রি ২ দশমিক ৮ শতাংশ কমে ১ হাজার ৩৭০ কোটি ডলারে দাঁড়িয়েছে। মোটরগাড়ি, মোটরগাড়ির অ্যাকসেসরিজ ও যন্ত্রাংশের বিক্রি ১ দশমিক ৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ১০০ কোটি ডলারে।
পরিমাণের নিরিখে ফেব্রুয়ারিতে পাইকারী বিক্রি হ্রাস পেয়েছে ১ দশমিক ৪ শতাংশ।