মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
11.6 C
Toronto

Latest Posts

সার্বজনীন মানসিক স্বাস্থ্য সেবার প্রতিশ্রুতি এনডিপির

- Advertisement -
আন্দ্রিয়া হরওয়াথ

আগামী জুনে অনুষ্ঠেয় নির্বাচনে জয়ী হলে অন্টারিওর সরকারি তহবিলে পরিচালিত স্বাস্থ্য বিমায় মানসিক স্বাস্থ্য সেবাকে অন্তর্ভুক্তির প্রতিশ্রুতি দিয়েছে নিউ ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)। পার্টি নেতা আন্দ্রিয়া হরওয়াথ রোববার সাত পৃষ্ঠার যে নির্বাচন প্ল্যাটফরম ঘোষণা সেখানেই এই প্রতিশ্রুতির কথা উল্লেখ করা হয়েছে। এতে ১১৫ কোটি ডলারের সার্বজনীন মানসিক স্বাস্থ্য সেবা পরিকল্পনার কথা বলা হয়েছে, যার ফলে অন্টারিওবাসী তাদের ওএইচআইপি কার্ড ব্যবহার করে সাইকোথেরাপি সুবিধা প্রাপ্য হবেন।
প্ল্যাটফরমে বলা হয়েছে, থেরাপি নেওয়ার সামর্থ না থাকায় অন্টারিওর লোকজন নিরবেই কষ্ট সহ্য করে চলেছেন। প্রয়োজন জেনেও অর্থের অভাবে কাউন্সেলিংয়ের জন্য চিকিৎসক অথবা হাসপাতালের শরনাপন্ন হচ্ছেন না তারা। বিনা খরচে মানসিক স্বাস্থ্যের নিশ্চয়তা পেলে কিছুটা হলেও স্বস্তি পাবে। এর অর্থ হলো মানসিক স্বাস্থ্য সংকট দেখা দেওয়ার আগেই মানসিক স্বাস্থ্য চ্যালেঞ্জগুলোর আমরা যাতে সমাধান করতে পারি।

পরিকল্পনার প্রথম পদক্ষেপ হিসেবে ওএইচআইপি কাভারেজকে ন্যূনতম ছয়টি সাইকোথেরাপি ট্রিটমেন্টকে রোগীর চাহিদা অণুযায়ী ১২টি সেশনে উন্নীত করা। তাৎক্ষণিকভাবে ৫০ কোটি ডলার বিনিয়োগের মধ্য দিয়ে পার্টি প্রক্রিয়াটি শুরু করতে চায়।
কগনিটিভ বিভেভিয়রাল থেরাপির ওপর চিকিৎসক, নার্স, কমিউনিটি স্বাস্থ্যসেবা কর্মী ও সামাজিক কর্মীদের প্রশিক্ষণেও তহবিলের জোগান দিতে চায় এনডিপি, যাতে করে প্র্যাক্টিশনারের সংখ্যা বৃদ্ধি পায়। বর্তমান যে ওএইচআইপি ব্যবস্থা তাতে হাসপাতালে ভর্তি হলে অথবা ফৌজাদারি বিচার ব্যবস্থায় সম্পৃক্তদের বিনামূল্যে মানসিক স্বাস্থ্য সেবা দেওয়া হয়ে থাকে। প্রশিক্ষণ থাকলে পারিবারিক চিকিৎসক বা কমিউনিটি নার্সরা থেরাপি সেবা দিতে পারেন। কিন্তু অপেক্ষার তালিকাটি অনেক দীর্ঘ হয়ে থাকে।

- Advertisement -

পরিকল্পনায় বলা হয়েছে, সাইকোথেরাপি দেওয়ার মতো প্রয়োজনীয় প্রশিক্ষণ অধিকাংশ পারিবারিক চিকিৎসকেরই নেই এবং তারা রোগীদের সাইকোথেরাপিস্টের কাছে পাঠিয়ে থাকেন। কিন্তু সাইকোথেরাপিস্টের অভিজ্ঞতা ও দক্ষতা থেকে চিকিৎসা সুবিধা পাওয়ার সুযোগ সীমিত।

এছাড়া শিশু ও তরণদের মানসিক স্বাস্থ্য সেবা প্রাপ্তির জন্য অপেক্ষমাণ সময় ৩০ দিনে নামিয়ে আনারও প্রতিশ্রুতি দিয়েছে এনডিপি। সার্বজনিন মানসিক স্বাস্থ্য সেবায় ১১৫ কোটি ডলারের পাশাপাশি শিশুদের অপেক্ষমাণ সময় কমিয়ে আনতে আগামী তিন বছরে আরও ১৩ কোটি ডলার প্রদানের প্রতিশ্রুতিও দিয়েছে দলটি। এছাড়া অতিরিক্ত ২ কোটি ৪০ লাখ ডলার দেওয়া হবে কানাডিয়ান মেন্টাল হেলথ অ্যাসোসিয়েশনের শাখাগুলোকে। আর ১ কোটি ৭০ লাখ ডলার পাবে মোবাইল ক্রাইসস টিম।

বিদ্যমান কর্মসূচি সম্প্রসারণে আগামী ১০ বছরে ৩৮০ কোটি ডলারের প্রতিশ্রুতি দিয়েছে ডগ ফোর্ডের প্রোগ্রেসিভ কনজার্ভেটি পার্টি। আর মানসিক স্বাস্থ্য ও মানকাসক্তি সেবায় আগামী চার বছরে ৬৬০ কোটি ডলার ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছে অন্টারিও গ্রিন পার্টির প্ল্যাটফরম। তবে অন্টারিও লিবারেল পার্টি এখন পর্যন্ত তাদের নির্বাচন প্ল্যাটফরম ঘোষণা করেনি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.