বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
9.2 C
Toronto

Latest Posts

নতুন অর্থের চাহিদায় কানাডার সশস্ত্র বাহিনী

- Advertisement -
কানাডার সশস্ত্র বাহিনী বর্তমানে বিনিয়োগের ঘাটতিতে রয়েছে

কানাডার সশস্ত্র বাহিনী বর্তমানে বিনিয়োগের ঘাটতিতে রয়েছে। বাহিনীর নতুন অর্থের যে ব্যাপক চাহিদা তৈরি হয়েছে ফেডারেল সরকারকে অবশ্যই তা পূরণ করতে হবে বলে জানিয়েছেন প্রতিরক্ষা ও ক্রয় সংক্রান্ত বিশেষজ্ঞরা।
অবসরপ্রাপ্ত জেনারেল ও লিবারেল পার্টির সাবেক এমপি অ্যান্ড্রু লেসলি বলেন, আপনি অবাস্তব প্রতিশ্রুতি দিতে পারেন। কিন্তু তা পূরণের মতো পর্যাপ্ত অর্থ না থাকলে এর কোনো মূল্য নেই।

শনিবার সম্প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, কানাডিয়ান সশস্ত্র বাহিনীর পুনর্জাগরণে আমলাতান্ত্রিক বাধঅ পেরিয়ে নেতৃত্ব প্রদানে ব্যর্থ হয়েছে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নেতৃত্বাধীন লিবারেল সরকার।

- Advertisement -

জাতীয় নিরাপত্তা বিভাগের জন্য কানাডা ২ হাজার ৩৩০ কোটি ডলার ব্যয় করে। কিন্তু এই তহবিল ব্যবহারে বিভাগটি স্থায়ী সমস্যার মধ্যে আছে বলে জানান লেসলি। তিনি বলেন, গত সাত বছর ধরে কানাডার সশস্ত্র বাহিনীর জন্য এই পরিমাণ অর্থ বরাদ্দ রাখা হচ্ছে। কিন্তু তা ব্যয় করার মতো আদৌ সক্ষমতা নেই তাদের। এর দায় বড় পরিসরে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর।

লিবারেল পার্টির প্রতিরক্ষা ও পররাষ্ট্র নীতি প্ল্যাটফরম রচনার জন্য ২০১৫ সালে নিয়োগ দেওয়া হয় লেসলিখে। কিন্তু সরকারের ক্রয় সক্ষমতা বর্তমানে তাকে হতাশ করেছে। তিনি বলেন, কর্মকর্তা নিয়োগ ও তাদের ধরে রাখা জেনারেল ওয়েন আয়ারের সামনে অন্যতম ইস্যু এবং এদিকে তার মনোযোগ বাড়ানো উচিত। জনবল সংকট নিরসনে বেতন বাবদ বছরে ১০০ কোটি ডলার ব্যয়ই যথেষ্ট।
কুইন’স ইউনিভার্সিটির ক্রয় সংক্রান্ত বিশেষজ্ঞ কিম রিচার্ড নোসালের মতে, ক্রয় সংক্রান্ত দরকষাকষির ক্ষেত্রে দক্ষতা উন্নয়ন ও তা অব্যহত রাখার ক্ষেত্রে কঠিন অবস্থার মধ্যে পড়েছে সশস্ত্র বাহিনী।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.