বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
7.6 C
Toronto

Latest Posts

পানি সমস্যা সমাধানে ২১৪ মিলিয়ন ডলার পাচ্ছে ইকালুইট

- Advertisement -
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

গত ছয় মাসে নুনাভাটের রাজধানী ইকালুইটের পানি অবকাঠামো দুই দফা দূষিত হয়েছে। এ সমস্যা সমাধানে ফেডারেল সরকারের কাছ থেকে ২১৪ মিলিয়ন ডলার পাচ্ছে ইকালুইট। শুক্রবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তহবিলের এ ঘোষণা দেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেন, ইকালুইটের জনগণ ও স্থানীয় অর্থনীতির জন্য এটা ইতিবাচক পরিবর্তন।

ইকালুইট সিটি হলে এ ঘোষণা প্রত্যক্ষ করা লোকজন একে সাধুবাদ জানান। ঘোষিত অর্থ আসবে ফেডারেল ডিজাস্টার মিটিগেশন অ্যান্ড অ্যাডাপটেশন তহবিল থেকে।

- Advertisement -

জাস্টিন ট্রুডো বলেন, এই অর্থ নতুন একটি রিজার্ভার নির্মাণ ও বিদ্যমান পানি সরবরাহ ব্যবস্থা উন্নত করার কাজে ব্যবহৃত হবে।
নগরীর পানিতে গত হেমন্তে জ্বালানি দূষণের বিষয়টি ধরা পড়ে। এ সময় নগরীর ৮ হাজার বাসিন্দা ৬০ দিন পর্যন্ত ট্যাপের পানি পান থেকে বঞ্চিত হন। পানিতে আবারও জ্বালানির উপস্থিতি ধরা পড়ায় জানুয়ারি থেকে পরিশোধন প্ল্যান্টটি বন্ধ রাখা হয়েছে। সিটি কর্তৃপক্ষ এর পুরনো হয়ে যাওয়া পানি সরবরাহ অবকাঠামো মেরামতের জন্য অটোয়ার কাছে এর আগে ১৮০ মিলিয়ন ডলার চায়।
ইকালুইটের মেয়র কেনি বেল বলেন, আগামী চার বছরে পর্যায়ক্রমে নতুন অবকাঠামো নির্মাণ করা হবে। আমাদের অনুরোধ রাখার জন্য কানাডা সরকারের কাছে আমি কেবল কৃতজ্ঞই নই, আমাদের কথান শোনায় ও দীর্ঘদিনের পানি সমস্যা সমাধানের পদক্ষেপ নেওয়ার কারণেও তাদের কাছে কৃতজ্ঞ।

এই প্রকল্পের আওতায় লেক জেরাল্ডিনে বিদ্যমান পানির উৎসের কাছে নতুন একটি রিজার্ভার খননের মাধ্যমে তৈরি করা হবে। এরপর সেখানে বিকল্প দুটি উৎস থেকে পানি টেনে আনা হবে। তবে উৎস দুটির নাম এখনও জানায়নি সিটি কর্তৃপক্ষ।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.