
কানাডার বৃহত্তম নগরী টরন্টোকে আরও চার বছরের জন্য নেতৃত্ব দিতে চান মেয়র জন টরি। শুক্রবার আগামী অক্টোবরে অনুষ্ঠেয় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে টরন্টো মেয়র বলেন, পরিবারের কাছ থেকে আশীর্বাদ ও সমর্থন পাওয়ার পর তৃতীয় মেয়াদে টরন্টো মেয়রের দায়িত্ব পালনের জন্য তৈরি তিনি।
সংবাদ সম্মেলনে জন টরি বলেন, তারা বিষয়টি খুবই ভালো বোঝেন এবং আমি যা করতে চাই তা অর্জনের ব্যাপারে কিছু আলোচনা আমাদের হয়েছে।
৬৭ বছর বয়সী জন টরি প্রথম নির্বাচিত হন ২০১৪ সালে। দুই মেয়াদের মেয়র হিসেবে জন টরি তার দায়িত্ব শেষ করবেন বলে ধারণা করা হয়েছি। কিন্তু সম্প্রতি সে সিদ্ধান্ত থেকে সরে আসেন এবং তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন সম্ভব বলে মনে করেন।
জন টরি বলেন, টরন্টোকে নেতৃত্ব দিতে আমি ভালোবাসি এবং নগরীর লক্ষ্য ও প্রবৃদ্ধিকে এগিয়ে নেওয়া অব্যাহত রাখতে চাই। আমরা যদি আমাদের অর্জনগুলো রক্ষা করতে পারি এবং তার ভিত্তিতে ট্রানজিট, আবাসন, চলচ্চিত্র ও প্রযুক্তিতে কাজে লাগাতে পারি তাহলে আমরা কী করতে পারি সে ব্যাপারে আমি খুবই উৎসাহি।
আগামী নির্বাচনে জন টরি যদি নির্বাচিত হন এবং পুরো চার বছর দায়িত্ব পালন করতে পারেন তাহলে তিনিই হবেন সবচেয়ে দীর্ঘসময় দায়িত্ব পালনকারী টরন্টোর মেয়র। এর আগে সর্বোচ্চ ১১ বছর অর্থাৎ ১৯৮০ থেকে ১৯৯১ সাল পর্যন্ত মেয়রের দায়িত্ব পালন করেছিলেন আর্ট ইগলেটন।
জন টরির দ্বিতীয় মেয়াদের বেশিরভাগটাই ব্যয় হয়েছে কোভিড-১৯ এর মধ্যে নগরীকে নেতৃত্ব দেওয়ার কাজে। বৈশি^ক স্বাস্থ্য সংকটের সময় তিনিই প্রথম নগরীতে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। মহামারির কারণে বন্ধ হয়ে যাওয়া কাজ চালিয়ে যাওয়া পুনরায় তার নির্বাচনে অংশ নেওয়ার অন্যতম কারণ বলে জানান জন টরি।
জন টরির এই সিদ্ধান্তকে সমর্থন দিয়েছেন স্কারবোরো সেন্টারের কাউন্সিলর মাইকেল থম্পসন। তিনি নিজেও আরেক দফায় কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিপি২৪কে তিনি বলেন, মেয়র টরি একজন শক্তিশালী নেতা এবং গত দুই বছরে আমাদের যেসবের মধ্য দিয়ে যেতে হয়েছে সেজন্য শক্তি পেতে সারাদেশের মানুষ তার দিকে তাকিয়ে আছেন। আমার বিশ^াস টরন্টো তাকে আবারও নির্বাচিত করবে। আমি মনে করি, টরন্টোবাসীর পক্ষে তিনি কঠোর পরিশ্রম করেছেন।
আগামী মে মাসে নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার সময় ইলেকশন প্ল্যাটফরম প্রকাশ করবেন বলে জানিয়েছেন মেয়র জন টরি। সে পর্যন্ত নগর শাসনেই বেশি মনোযোগ দিতে চানর তিনি।