
নির্বাচনের বাকি আছে পাঁচ মাসেরও কম। ঠিক এই সময়ে প্রিমিয়ার ডগ ফোর্ডের জনপ্রিয়তা সরকারের পুরো মেয়াদের মধ্যে সর্বনি¤েœ নেমে এসেছে। অ্যাঙ্গাস রিডের নতুন এক সমীক্ষা তেমনটাই বলছে।
অন্টারিওর এক হাজার ৮১ জন প্রাপ্ত বয়স্ক নাগরিকের ওপর পরিচালিত সমীক্ষার ফল বলছে, মাত্র ৩০ শতাংশ অন্টারিওবাসী প্রিমিয়ার হিসেবে ডগ ফোর্ডের কাজকে অনুমোদন করেছেন। প্রিমিয়ার হিসেবে তার কাজকে সমর্থন করেননি ৬৭ শতাংশ অন্টারিওবাসী। অক্টোবরে পরিচালিত সমীক্ষায়ও অন্টারিওর ৩৬ শতাংশ নাগরিক প্রিমিয়ার হিসেবে ডগ ফোর্ডের কাজের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছিলেন।
তবে অপেক্ষাকৃত বয়স্কদের অর্থাৎ ৫৫ বছর ও তার বেশি বয়সীদের মধ্যে ফোর্ডের প্রতি সমর্থন বেশি আছে। এই বয়স শ্রেণির ৫২ শতাংশ অন্টারিওবাসী ফোর্ডের কাজের প্রতি তাদের সন্তোষের কথা জানিয়েছেন। তবে ১৮ থেকে ৩৪ বছর বয়সীদের মধ্যে এ হার মাত্র ২৬ ও ৩৫ থেকে ৫৪ বছর বয়সীদের মধ্যে ৩৮ শতাংশ।
এমনকি সাম্প্রতিকি নির্বাচনে যারা ফেডারেল কনজার্ভেটিভ পার্টিকে ভোট দিয়েছেন তাদের মধ্যেও ৫১ শতাংশ ফোডের কাজের প্রতি নিজেদের সন্তোষ প্রকাশ করেছেন। মহামারি মোকাবেলায় ফোর্ডের কাজের প্রতি সন্তুষ্ট হতে পারেনি বেশিরভাগ অন্টারিওবাসী। সমীক্ষায় অংশগ্রহণকারী প্রতি ১০ জনের মধ্যে ৭ জনই মনে করেন, তিনি খারাপ করেছেন অথবা খুবই খারাপ করেছেন। তবে কোভিড-১৯ মোকাবেলা তিনি খুবই ভালোভাবে করেছেন বলে মনে করেন অন্টারিওর ৬ শতাংশের মতো বাসিন্দা। আর ভালো করেছেন বলে মনে করেন ২৩ শতাংশ।
ভ্যাকসিন প্রদান নিয়ে ফোর্ড সরকার ভালোভাবে করতে পেরেছে বলে মনে করেন সমীক্ষায় অংশ নেওয়া দুই-তৃতীয়াংশ বা ৬৫ শতাংশ অন্টারিওবাসী। তবে র্যাপিড অ্যান্টিজেন্ট টেস্টের ক্ষেত্রে প্রিমিয়ারের কাজ খুবই খারাপ বা খারাপ বলে মনে করেন সমীক্ষায় অংশ নেওয়া ৭৩ শতাংশ অন্টারিওবাসী।
সমর্থনের দিক থেকে ফোর্ড রয়েছেন তৃতীয় স্থানে। সবচেয়ে কম সমর্থন পেয়েছেন ম্যানিটোবার প্রিমিয়ার হিদার স্টেফানসন ও আলবার্টার প্রিমিয়ার জেসন কেনি। এই দুইজনের প্রতি জনসমর্থন আছে যথাক্রমে ২১ ও ২৬ শতাংশ।
অনলাইন প্যানেলের মাধ্যমে ৭ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত সমীক্ষাটি পরিচালনা করেছে অ্যাঙ্গাস রিড।