
ইটোবিকোকে এক ব্যক্তির মৃত্যুকে হত্যাকা- ধরে নিয়ে তদন্ত শুরু করেছে টরন্টো পুলিশ
ইটোবিকোকে এক ব্যক্তির মৃত্যুকে হত্যাকা- ধরে নিয়ে তদন্ত শুরু করেছে টরন্টো পুলিশ। প্যালেস পিয়ার কোর্ট ও লেকশোর বুলভার্ড ওয়েস্টে এ ঘটনা ঘটে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটের দিকে ফোন নিয়ে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। যদিও কলের ধরন সম্পর্কে কিছু জানায়ানি পুলিশ।
পুলিশ ওই এলাকার একটি বাড়িতে পৌঁছে গুরুতর জখম অবস্থায় এক ব্যক্তিকে দেখতে পান। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ ওই ব্যক্তিকে জিওভানি রাইমন্ডি নামে চিহ্নিত করেছে এবং তার বয়স ৩৯ বছর। টরন্টোর এই বাসিন্দা ২০২২ সালের এখন পর্যন্ত নগরীতে সংঘটিত পাঁচটি হত্যাকা-ের পঞ্চম শিকার।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনাটির সক্রিয় তদন্ত চলছে এবং তথ্য সংগ্রহে পুলিশ এলাকাটিতে অবস্থান করছে। ৩ জানুয়ারি দুপুর ১২টা থেকে রাত ৯টা ৩০ মিনিটের মধ্যে কেউ রাইমন্ডিকে দেখে থাকলে অথবা সন্দেহজনক কিছু শুনে বা দেখে থাকলে পুলিশের সঙ্গে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।