শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
8.2 C
Toronto

Latest Posts

ক্রিপ্টোকারেন্সি চুরির অভিযোগে তরুণ গ্রেপ্তার

- Advertisement -
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে ক্রিপ্টোকারেন্সি জালিয়াতির মাধ্যমে ৪ কোটি ৬০ লাখ ডলার চুরির অভিযোগে অন্টারিওর এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। হ্যামিল্টন পুলিশ বুধবার গ্রেপ্তারের খবরটি জানায়। এর আগে ২০২০ সালের মার্চে এফবিআই এবং ইউনাইটেড স্টেটস সিক্্েরট সার্ভিস ইলেক্ট্রনিক ক্রাইমস টাস্ক ফোর্স এ ঘটনার তদন্ত শুরু করে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ভুক্তভোগী সিম সোয়াপ আক্রমণের শিকার হন। এই পদ্ধতিতে সেলুলার নেটওয়ার্ক জালিয়াতির মাধ্যমে স্ক্যামাররা দুই স্তরের অথেনটিকেশন ব্যবস্থা ভাঙতে পারে।

- Advertisement -

পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, যৌথ তদন্তে চুরি করা ক্রিপ্টোকারেন্সি দিয়ে একটি অনলাইন ইউজারনেম কেনা হয়েছে, যেটা গেমিং কমিউনিটিতে খুবই বিরল। লেনদেনের তথ্যের ভিত্তিতে তদন্তকারীরা বিরল ইউজারনেমটির অ্যাকাউন্টধারীর সন্ধান পান।

হ্যামিল্টনের ওই তরুণ ২০২০ সালের মাঝামাঝি সময়েও ৫ হাজার ডলার চুরি ও অপরাধেল মাধ্যমে সংগৃহীত সামগ্রী রাখার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। তবে ওই তরুণের বয়স প্রকাশ করেননি তদন্তকারীরা। কনস্টেবল কির্কপ্যাট্রিক এ প্রসঙ্গে সিটিভি নিউজ টরন্টোকে বলেন, ইয়ুথ ক্রিমিনাল জাস্টিস অ্যাক্ট ও তদন্তাধিন বিষয় হওয়ায় ওই তরুণের বয়স গোপন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একজন ব্যক্তির সংশ্লিষ্টতায় ক্রিপ্টোকারেন্সি জালিয়াতির এতো বড় ঘটনা কানাডাই এটাই প্রথম বলে জানিয়েছেন তদন্তকারীরা। মামলাটি আদালতে গড়ানোয় হ্যামিল্টন পুলিশ নাগরিকদের তাদের তহবিলের সুরক্ষার ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। তা সে ক্রিপ্টোকারেন্সিই হোক বা কেন্দ্রীয় কারেন্সিই হোক।

কির্কপ্যাট্রিক বলেন, আপনার যদি একই পাসওয়ার্ডের ১৫টি অ্যাকাউন্ট থাকে তাহলে ধরে নিতে হবে সেগুলো নিরাপদ নয়। তাই প্রত্যেক অ্যাকাউন্টের জন্য ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া ব্যক্তিগত তথ্য ও অর্থের সুরক্ষায় মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবস্থাও জরুরি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.