মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪
-0.9 C
Toronto

Latest Posts

ফার্মেসিতে কোভিড পরীক্ষার পক্ষে সাফাই

- Advertisement -
অন্টারিওর স্বাস্থ্যমন্ত্রী ক্রিস্টিন এলিয়ট

 

ফার্মেসিতে কোভিড-১৯ পরীক্ষায় নিরাপত্তা নিয়ে বিরোধী আইনপ্রণেতা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করলেও এ সিদ্ধান্তের প্রতি নিজেদের অবস্থান অপরিবর্তিত রেখেছে অন্টারিও সরকার। সেই সঙ্গে এ নিয়ে যুক্তিও তুলে ধরেছে তারা।

- Advertisement -

অন্টারিওর স্বাস্থ্যমন্ত্রী ক্রিস্টিন এলিয়ট আইনসভায় বলেন, ফার্মেসিগুলো সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের মানদ- অনুসরণ করেই কাজ করবে। অর্থাৎ পরীক্ষার সময় মাস্ক পরিধান, শারীরিক দূরত্ব বজায় রেখে নির্দিষ্ট স্থানেই পরীক্ষার কাজ পরিচালনা করবে। অন্টারিও জনস্বাস্থ্য বিভাগের চিফ মেডিকেল অফিসার ও জনস্বাস্থ্য বিভাগের অন্যরা সংক্রামক রোগ বিশেষজ্ঞ। সুরক্ষার বিষয়টি তারা জানেন এবং এটা যে নিরাপদ হবে সে সম্পর্কে তাদের কাছ থেকে ইঙ্গিত পাওয়া গেছে। কঠোর বিধিবিধান মেনেই এটা করা হবে।

তিনি বলেন, অংশগ্রহণকারী ফার্মেসির একটি তালিকা অনলাইনে দেওয়া থাকবে। সেই সঙ্গে ফার্মেসিতে প্রবেশের আগে কোভিড-১৯ সংক্রান্ত উপসর্গ সম্পর্কে মানুষ যাতে জানতে পারে সে জন্য এর বাইরে সাইনেজের ব্যবস্থাও থাকবে।

যাদের মধ্যে কোনো উপসর্গ নেই, আক্রান্ত কারও সংস্পর্শে আসেননি বর্তমানে কেবল সেইসব মানুষেরই কোভিড-১৯ পরীক্ষা করতে পারে অন্টারিওর ফার্মেসিগুলো। অন্টারিও ফার্মেসিস্টস অ্যাসোসিয়েশন বলছে, উপসর্গযুক্ত রোগীদের পরীক্ষার ব্যাপারেও তাদের সদস্যরা খুব বেশি আগ্রহী। এক হাজারের বেশি ফার্মেসি এজন্য এরই মধ্যে আবেদন করেছে। বর্তমানে যেখানে ২০০ ফার্মেসি উপসর্গবিহীন রোগীদের কোভিড-১৯ পরীক্ষা করছে।

কিন্তু উপসর্গযুক্ত রোগীদের সঙ্গে নিয়মিত গ্রাহকদের মিলিয়ে ফেললে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি দেখা দেবে বলে মনে করেন অনেক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। টরন্টোর মাইকেল গ্যারন হসপিটালের ইনটেনসিভিস্টি মাইকেল ওয়ার্নার বলেন, পিপিই ছাড়া আমি যেমন কোনো অ্যাসেসমেন্ট সেন্টারে যাবো না, একই কারণে ফার্মেসিতেও ঢুকবো না।

যাদের রোগ প্রতিরোধক্ষমতা কম ও বয়স্ক তাদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ডালা লানা স্কুল অব পাবলিক হেলথের অধ্যাপক ড. আনা ব্যানার্জি। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত না শপার’স ড্রাগ মার্ট অথবা অন্য কোনো ফার্মেসিতে যাওয়া সাধারণ ক্রেতা ও অসুস্থ্য ব্যক্তিদের আলাদা না করা হবে ততক্ষণ পর্যন্ত এটাকে সংক্রমণের উৎস বলেই মনে করবো আমি।

তবে এ সিদ্ধান্তের পক্ষে নিজের অবস্থান তুলে ধরেছেন রায়ারসন ইউনিভার্সিটির স্বাস্থ্য প্রশাসনের অধ্যাপক জেমস টিয়েসেন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.