মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
14.3 C
Toronto

Latest Posts

সশস্ত্র হিংসা বন্ধে ৭ কোটি ৫১ লাখ ডলার বিনিয়োগ

- Advertisement -
অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোড

সশস্ত্র ও সংঘবদ্ধ সহিংসতা বন্ধে আগামী তিন বছর ৭ কোটি ৫১ লাখ ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে অন্টারিও সরকার। ইটোবিকোকে মঙ্গলবার বিকালে এ ঘোষণা দেন অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড। এ অর্থ মাদক সরবরাহ ব্যবস্থায় বিঘœ ঘটানোর পাশাপাশি তদন্তে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ডগ ফোর্ড বলেন, আমাদের কমিউনিটিকে সুরক্ষিত রাখতেই এ উদ্যোগ। আমাদের শিশুদের সুরক্ষিত রাখারও উদ্যোগ এটা। উদ্যোগটি সংঘবদ্ধ অপরাধ কর্মকা- বন্ধের পাশাপাশি এ ধরনের অপরাধে তহবিল জোগানদাতা মানবাপাচার বন্ধেও সহায়তা করবে।

- Advertisement -

এ অর্থে ইলিসিট ড্রাগ ইন্টেলিজেন্স নামে একটি অফিস স্থঅপন করা হবে, যার কাজ হবে আন্তঃসীমান্ত মানব, মাদক ও অস্ত্র পাচার রোধ করা। এছাড়া নতুন একটি গান অ্যান্ড গ্যাং মোবাইল প্রসিকিউশন ইউনিটও স্থাপন করা হবে, যেখানে অভিযোগ গঠনের পর অস্ত্র ও সংঘবদ্ধ অপরাধের মামলার বিচার হবে।

সলিসিসটর জেনারেল সিলভিয়া জোন্স বলেন, আগ্নেয়াস্ত্র বিশ্লেষণ ও ট্রেসিংয়ে সহায়তার জন্যও বিনিয়োগ করছি আমরা। এর ফলে সময়মতো অস্ত্র চোরাচালানকারী, তাদের নেটওয়ার্ক ও চোরাচাল রুট চিহ্নিত করা সহজ হবে।

অস্ত্র ও সংঘবদ্ধ অপরাধেল তদন্ত, প্রদেশব্যাপী একটি যৌথ অ্যানালিটিক ওয়ার্কিং গ্রুপ, বর্ডার এনফোর্সমেন্ট টিমের উপস্থিতি বৃদ্ধি এবং প্রদেশব্যাপী অস্ত্র ও সংঘবদ্ধ অপরাধীদের কর্মকা-ের ডাটাবেজ তৈরিতেও ব্যবহৃত হবে এ অর্থ। অপরাধ দমনে এ অর্থ বড় ধরনের ব্যবধান এনে দেবে বলে মঙ্গলবার ঘোষণা দেন প্রিমিয়ার ডগ ফোর্ড।

তিনি বলেন, মাঠে আমাদের আরও পুলিশ কর্মকর্তার প্রয়োজন। তারা চাপের মধ্যে থাকেন, তাদের বাজেট প্রায়ই ছোট করা হয়। সেখানে অর্থের জোগান দেওয়া প্রয়োজন।

তবে এ তহবিল অস্ত্র ও সংঘবদ্ধ অপরাধেল মূল কারণ নিয়ে কাজ করছে তৃণমূল পর্যায়ের এমন কোনো সংস্থার কাছে যাবে না। ২০১৯ সালে ফোর্ড সরকার লিগ্যাল এইড অন্টারিওর বাজেট ৩০ শতাংশ বা ১৩ কোটি ৩০ লাখ ডলার কমিয়ে দেয়। প্রোগ্রেসিভ কনজার্ভেটিভ সরকার ২০২১-২২ অর্থবছর এ বাজেট ৩ কোটি ১০ লাখ ডলার কমানোর পরিকল্পনা করেছিল। কিন্তু পরবর্তীতে তা বাতিল করা হয়।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.