
টরন্টোর সিলভারথ্রন এলাকায় সুটকেসের মধ্যে প্রাপ্ত মরদেহটির পরিচয় সনাক্ত করতে সক্ষম হয়েছেন হোমিসাইড গোয়েন্দারা। ৪১ বছর বয়সী ও নারীর নাম বর্ষা গাজুলা।
২৫ আগস্ট সকাল ১০টা ৪১ মিনিটে কিল স্ট্রিট ও হিলারি এভিনিউ থেকে ফোন পায় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে সুটকেসে ভরা মরদেহটি দেখতে পায় তারা। শুক্রবার গোয়েন্দারা মরদেহটি বর্ষা গাজুলা বলে সনাক্ত করেন। গোয়েন্দারা এখনও উপাত্ত সংগ্রহ করছেন।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এটি একটি সক্রিয় তদন্ত এবং ঘটনার বিস্তারিত জানতে পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং তদন্ত চালাচ্ছে।
গাজুলা চলতি বছর টরন্টোতে হোমিসাইডের ৫০তম শিকার। তার এ হত্যাকা- সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে তা হোমিসাইড স্কোয়াডকে জানানোর অনুরোধ করা হয়েছে।