বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
6.3 C
Toronto

Latest Posts

নিহত মারে ছিলেন টরন্টো পাবলিক সার্ভিসের গুরুত্বপূর্ণ সদস্য

- Advertisement -
ছবি/জেরেমি কোহেন, সিবিসি নিউজ

রিজেন্ট পার্কে গুলিতে নিহত থেন মারে ছিলেন টরন্টো পাবলিক সার্ভিসের একজন গুরুত্বপূর্ণ সদস্য। ২৭ বছর বয়সী ওই কর্মী শনিবার সন্ধ্যায় গুলিবদ্ধ হন। টরন্টোর ওক ও সুমাচ স্ট্রিটে ওইদিন ৯টার আগে আগে চার সন্দেহভাজন গুলি ছোড়ে। এ ঘটনায় আরও তিনজন আহত হন। তবে সন্দেহভাজনরা এখনও গ্রেপ্তার হননি।

সিটি কর্তৃপক্ষ সোমবার এক বিবৃতিতে বলেছে, সিটি’স পার্ক, ফরেস্ট্রি অ্যান্ড রিক্রিয়েশন ডিভিশনের অধীনে নগরীর পূর্ব প্রান্তের বেশ কিছু বিনোদন কেন্দ্রের বিনোদন কর্মসূচিতে কাজ করতে থেন। তিনি ছিলেন কমিউনিটিতে খুবই পছন্দের একজন মানুষ এবং সবাই তার অভাব অনুভব করবে।

- Advertisement -

এ ঘটনায় টরন্টো মেয়র জন টরিও মারের পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়েছেন। এক টুইটে তিনি বলেন, থেনের পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি আমার সমবেদনা রইলো। নগরীর পূর্ব প্রান্তের বিনোদনকেন্দ্রগুলোতে তার কাজ অনেকের হৃদয় ছুঁয়ে গেছে। তার মৃত্যু আমাদের পার্কস অ্যান্ড রিক্রিয়েশন ডিভিশনের সবাইকে ব্যথিত করেছে।

টরন্টো সিটি কাউন্সিলর ক্রিস্টিন ওং-ট্যাম ম্যারেকে বর্ণনা করেছেন পরিবার, বন্ধু, কমিউনিটি ও কাজের প্রতি যতœবান একজন মানুষ হিসেবে। তিনি বলেন, গভীর বেদনা নিয়ে কমিউনিটি ও রিজেন্ট পার্ক কমিউনিটি সেন্টারে সিটি অব টরন্টোর তরুণ কর্মী হিসেবে সুপরিচিত থেন মারের আকস্মিক মৃত্যুতে সমবেদনা জ্ঞাপন করছি। তিনি ছিলেন টরন্টো পাবলিক সার্ভিসের একজন গুরুত্বপূর্ণ সদস্য। যারা তাকে চিনতেন ও ভালোবাসতেন তারা তার অভাব বোধ করবেন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.