
ধর্মীয় অনুষ্ঠান শেষে এক ব্যক্তিকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে টরন্টো পুলিশ সার্ভিসেস (টিপিএস)। উমানান্থিনি নিশানান্থন নামে ৪৭ বছর বয়সী টরন্টোর ওই নারীর বিরুদ্ধে হুমকি ও হয়রানীর দুটি অভিযোগ আনা হয়েছে।
২৮ সেপ্টেম্বর কেনেডি রোড ও ইংলিনটন এভিনিউ ইস্ট এলাকায় হুমকির একটি খবর পান পুলিশ কর্মকর্তারা। পুলিশের ভাষ্যমতে, এক ব্যক্তি ধর্মীয় আচারনুষ্ঠান পালন করেন এবং এজন্য হুমকিসম্বলিত বেশ কয়েকটি ফোনকল পান।
এ ঘটনার তদন্ত শেষে ১ অক্টোবর নিশানান্থনকে গ্রেপ্তার করে পুলিশ। ১৬ নভেম্বর দুপুর ২টায় তাকে আদালতে তোলার কথা রয়েছে। ধর্মীয় আচারনুষ্ঠান পালন সংক্রান্ত এর বেশি তথ্য দিতে চাইনি পুশি। তবে টরন্টো মেয়র জন টরি টুইটারে রোববার বলেন, ভুক্তভোগী প্রীতির কথা তুলে ধরেন। টরন্টো সেই জায়গা যেখানে কোনো ধরনের ব্যতিক্রম ছাড়াই আমরা একে অপরকে গ্রহণ করি ও শ্রদ্ধা জানাই। এখানে ভালোবাসা মানে ভালোবাসা। ভুক্তভোগীর প্রতি সমবেদনে থাকলো এবং জনগণকে এক জায়গায় আনতে আমার চেষ্টা অব্য্হাত থাকবে।
এ ঘটনায় আর কোনো তথ্য থাকলে ৪১৬-৮০৮-৪১০০ নাম্বারে যোগাযোগের আহ্বান জানিয়েছে পুলিশ।