শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
7.5 C
Toronto

Latest Posts

সাড়ে ৭ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন অনুদান কানাডার

- Advertisement -
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার সাড়ে ৭ লাখ ডোজ এ পর্যন্ত অনুদান হিসেবে দিয়েছে কানাডা

উদ্বৃত্ত ভ্যাকসিন থেকে অনুদান হিসেবে দিয়েছে কানাডা। গত দুই মাসে ক্যারিবিয়ান ও দক্ষিণ আমেরিকার দেশগুলোকে এ অনুদান দেওয়া হয়েছে। তবে সামনে সপ্তাহগুলোতে এমআরএনএ ভ্যাকসিনের মজুদ থেকে আরও অনুদান দেওয়ার পরিকল্পনা করছে দেশটি।

হেলথ কানাডা অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনকে নিরাপদ ও কার্যকর বললেও অধিকাংশ কানাডিয়ান ফাইজার-বায়োএনটেক অথবা মডার্নার তৈরি এমআরএনএ ভ্যাকসিন নিতেই বেশি আগ্রহী। ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি অন ইমিউনাইজেশন গত মে মাসে এক সুপারিশে জানায়, অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনে রক্ত জমাট বাঁধার মতো বিরল কিন্তু গুরুতর পাশর্^প্রতিক্রিয়া দেখা দেওয়ায় এমআরএনএ ভ্যাকসিনকেই অগ্রাধিকার দেওয়া উচিত। এ ঘোষণার পর অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ব্যবহার না করা প্রদেশগুলোতে ভ্যাকসিনটির উল্লেখযোগ্য মজুদ গড়ে ওঠে।

- Advertisement -

আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী কারিনা গোল্ডের কার্যালয় থেকে বলা হয়েছে, গ্রীষ্মের শেষ দিকে ৭ লাখ ৬২ হাজার ৮০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ছয়টি দেশে সরবরাহ করা হয়েছে। এই অনুদান দেওয়া হয়েছে দ্বিপক্ষীয় চুক্তির আওতায়, যা কোভ্যাক্সে কানাডার অংশগ্রহণ থেকে আলাদা।

২ কোটি ২০ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন সংগ্রহে সরবরাহকারকদের সঙ্গে চুক্তি করেছে কানাডা। এর মধ্যে মাত্র ৩০ লাখ ডোজ সরবরাহ করা হয়েছে, যা বিভিন্ন প্রদেশ ও অঞ্চলে প্রয়োগের জন্য পাঠানো হয়েছে। দ্বিপক্ষীয় এই অনুদানের বাইরে কোভ্যাক্সের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলো ৪ কোটি ডোজ ভ্যাকসিন বিতরণেও সম্মত হয়েছে কানাডা। এর মধ্যে ২৭ লাখ ডোজ আফ্রিকা এবং সেন্ট্রাল ও দক্ষিণ আমেরিকায় সরবরাহ করা হয়েছে।

কোভ্যাক্সের আওতায় বেশিরভাগ ভ্যাকসিনই সরবরাহ করেছে অ্যাস্ট্রাজেনেকার উৎপাদকরা। আন্তর্জাতিক পর্যায়ে বর্তমানে সরবরাহ সঙ্কটের কারণে বিশ^ স্বাস্থ্য সংস্থা অনুমোদিত চীনের সিনোফার্ম প্রস্তুতকৃত ভ্যাকসিন গ্রহণেরও সুযোগ দেওয়া হচ্ছে। উদাহরণ হিসেবে কোভ্যাক্সে কানাডার আর্থিক সহায়তায় সিকারাগুয়া ও জিম্বাবুয়েতে ভ্যাকসিন সরবরাহ সম্ভব হয়েছে।

সিনোফার্মের ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন দেয়নি কানাডা। হেলথ কানাডা অনুমোদিত নয় এমন ভ্যাকসিন গ্রহীতা আন্তর্জাতিক ভ্রমণকারীদের পুরোপুরি ভ্যাকসিনেটেড হিসেবে বিবেচনা করছে না দেশটি।

ব্রিটিশ কলাম্বিয়ার চিফ মেডিকেল অফিসার বনি হেনরি মঙ্গলবার তার নিয়মিত ব্রিফিংয়ে বলেন, ব্যবহার না করা ৩ লাখ ডোজ ভ্যাকসিন ফেডারেল সরকারকে ফেরত দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তার প্রদেশ। কাজে না লাগা এসব ভ্যাকসিনের বেশিরভাগই মডার্নার তৈরি। ভাইরাস থেকে সারা বিশে^র মানুষকে সুরক্ষা দেওয়াটা অবিশ^াস্যরকম গুরুত্বপূর্ণ।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.