বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
8.8 C
Toronto

Latest Posts

সেমিকন্ডাক্টর ঘাটতিতে বিঘ্নিত গাড়ি উৎপাদন

- Advertisement -

অন্টারিওতে ফোর্ড মোটর করপোরেশনের ওকভিল প্ল্যান্টের মতো বিশে^র বহু প্ল্যান্টেই গাড়ি উৎপাদনে বিঘœ ঘটছে। এর কারণ সেমিকন্ডাক্টরের ঘাটতি। একদিকে মহামারি কারণে চিপ উৎপাদনে বিঘœ, অন্যদিকে ইলেক্ট্রনিকস পণ্যের চাহিদা বৃদ্ধিÑএই দুইভের প্রভাবেই সেমিকন্ডাক্টরের এই ঘাটতি তৈরি হয়েছে।

- Advertisement -

সরবরাহ ব্যবস্থার এ সংকট বিলম্বিত হওয়ায় এটা স্পষ্ট হয়ে গেছে যে, কানাডার উৎপাদন হ্রাসের ছবিটা বিশে^র অনেক দেশের চেয়েই নাজুক। অটোফোরকাস্ট সলিউশনের বৈশি^ক প্রধান স্যাম ফিওরেনির ভাষায়, অবশ্যই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কানাডা।

এ বছরের জুলাই পর্যন্ত গত ১২ মাসে কানাডায় মোটর গাড়ির উৎপাদন কমেছে এক বছর আগের তুলনায় ৬ দশমিক ৬ শতাংশ। গত বছরের উৎপাদনও কমই ছিল। কারণ, ২০২০ সালের বসন্তে বিশ^ব্যাপী শাটডাউন শুরু হয়।

অটোফোরকাস্টের তথ্য অনুযায়ী, জুলাই পর্যন্ত গত ১২ মাসে মেক্সিকোতে গাড়ি উৎপাদন বেড়েছে ১১ দশমিক ৩ শতাংশ। একই সময়ে যুক্তরাষ্ট্রে উৎপাদন বেড়েছে ১৩ দশমিক ৯ শতাংশ।

স্কশিয়াব্যাংক ইকোনমিকসের প্রতিবেদন অনুযায়ী, কানাডা এ বছর সাকল্যে ১২ লাখ ইউনিট গাড়ি উৎপাদনের অবস্থায় রয়েছে। গত বছর যেখানে উৎপাদন হয়েছিল ১৪ লাখ ইউনিট। এছাড়া ২০১৯ সাল পর্যন্ত প্রতি বছর গড়ে ২২ লাখ ইউনিট গাড়ি উৎপাদন করে আসছিল দেশটি।

১৯৮২ সালের পর এতো কম সংখ্যক গাড়ি কখনোই উৎপাদন হয়নি কানাডায়। জ¦ালানির মূল্য বৃদ্ধি, বিদেশে তীব্র প্রতিযোগিতা ও মন্দার মতো ত্রিমাত্রিক সংকটে পড়ে এ অবস্থা হয়েছিল তখন। ফিওরেনি বলেন, কানাডার বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ মূলত এখানে বেশি সংযোজন লাইন না থাকা।

এদিকে গাড়ি নির্মাতারা বেশি মুনাফা হয় এমসন গাড়ি যেমন পিকআপ ট্রাক ও এসইউভিতে সেমিকন্ডাক্টর চিপকে অগ্রাধিকার দিচ্ছে। এর অর্থ হলো ক্রাইসলারের মূল কোম্পানি উইন্ডসরের স্টেলান্টিসের মিনিভ্যান উৎপাদনকারী প্ল্যান্ট থেকে শুরু করে অন্টারিওর ব্র্যাম্পটনে সেডান উৎপাদনকারী প্ল্যান্ট এবং ওকভিলের ফোর্ড এজ উৎপাদন প্ল্যান্ট সবখানেই সংকট চলছে।

আগামী বছর থেকে ইলেক্ট্রিক গাড়ি নির্মাণের কথা রয়েছে অন্টারিওর ইঙ্গারসলে জেনারেল মোটরসের কারখানায়। কিন্তু গত ফেব্রুয়ারি থেকে সেখানকার উৎপাদনও বিঘিœত হচ্ছে। কারখানার চেয়ারম্যান মাইক ফন বোয়েকেল বলেন, ৭ ফেব্রুয়ারি আমাদের পতন শুরু হয় এবং জুনের তিন সপ্তাহ ছাড়া তারপর থেকে তা কেবল তীব্র হয়েছে। কনিষ্ঠ কর্মীদের জন্য এটা বেশ কঠিন। তবে কয়েক মাস পর সম্প্রতি আমরা আবার ঘুরে দাঁড়িয়েছি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.