
কবে নাগাদ অন্টারিওর সব মানুষ তৃতীয় ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন পাবেন আগামী সপ্তাহেই সে ঘোষণা দিতে যাচ্ছে অন্টারিও সরকার। স্বাস্থ্যমন্ত্রী ক্রিস্টিন এলিয়ট শুক্রবার এক টুইটে বলেন, কবে নাগাদ তৃতীয় ডোজ ভ্যাকসিন পাওয়া যেতে পারে সব অন্টারিওবাসীর জন্যই সে সংক্রান্ত তথ্য থাকবে পরিকল্পনায়। ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি অন ইমিউনাইজেশন কানাডায় কোভিড-১৯ এর বুস্টার ডোজের জন্য যোগ্যতার নীতিমালা সম্প্রসারিত করার পর এ ঘোষণা দিলেন ক্রিস্টিন এলিয়ট।
নির্বাচিত কিছু ঝুঁকিপূর্ণ কমিউনিটিতে তৃতীয় ডোজ ভ্যাকসিন প্রদান আগস্টে শুরু করেছে অন্টারিও সরকার। গত মাসে এটি সম্প্রসারণ করা হয়। দ্বিতীয় ডোজ গ্রহণের পর দুই মাস বা আট সপ্তাহকে তৃতীয় ডোজ গ্রহণের যোগ্যতা হিসেবে নির্ধারণ করা হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দুই ডোজের মধ্যবর্তী সর্বনি¤œ সময় হওয়া উচিত ২৮ দিন। তবে দুই ডোজের মধ্যকার ব্যবধান বেশি হলে প্রতিরোধ ব্যবস্থা ভালো হয়। দুই ডোজকেই এখনও পুরোপুরি ভ্যাকসিনেটেড হিসেবে বিবেচনা করছে অন্টারিও সরকার।
অন্টারিওতে এখন পর্যন্ত ২ কোটি ২৪ লাখ ৭৬ হাজার ৬৫৪ ডোজ ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। ১২ বছর ও তার বেশি বয়সী প্রায় ৮৮ দশমিক ১ শতাংশ কমপক্ষে এক ডোজ ভ্যাকসিন নিয়েছেন। আর উভয় ডোজ ভ্যাকসিন নিয়েছেন ৮৪ দশমিক ৩ শতাংশ অন্টারিওবাসী।