
অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ডের টরন্টোর বাড়ির সদর দরজায় ছুরি হাতে দাঁড়িয়ে এক ব্যক্তির বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ডগ ফোর্ড ওই সময় বাড়িতে না থাকলেও এর কয়েক মিনিট পর তার স্ত্রী বাড়িতে আসেন।
ডগ ফোর্ডের কার্যালয়ের একজন মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, ৬টা বাজার কিছুক্ষণ আগে এক ব্যক্তি প্রিমিয়ার উপশহরের বাড়িতে হাজির হয় এবং তিনি চিৎকার করে হুমকি দিতে থাকেন।
আর পুলিশ বলছে, ফোর্ডের ব্যক্তিগত বাড়ির দিকে যাওয়ার আগে ওই ব্যক্তি বেশ কয়েটি যানবাহনের টায়ার ছুরি দিয়ে ফাঁড়েন।
এ ঘটনা তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র সিপি২৪কে জানিয়েছে, ফোর্ডের বাড়ির সদর দরজার সামনে ওই ব্যক্তিকে ছুরি ফেলে দিতে একাধিকার আহ্বান জানানো হয়। এরপর তিনি সেটি ফেলে দেন। ছুরিটির একটি ছবিও সিপি২৪ এর হাতে এসেছে।
এ ঘটনায় প্রিমিয়ারের কার্যালয় থেকে মঙ্গলবার একটি বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে প্রিমিয়ার ডগ ফোর্ড সাহসিকতা ও দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য উপস্থিত কর্মকর্তাদের ধন্যবাদ জানান। কর্মকর্তাদের দ্রুত ব্যবস্থা গ্রহণের কারণে কারো কোনো ক্ষতি হয়নি এ ঘটনায়।
পুলিশের তথ্য অনুযায়ী, ৪৪ বছর বয়সী ওই ব্যক্তির নাম জর্জ নিরাস এবং তিনি টরন্টোর বাসিন্দা। ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিপজ্জনক উদ্দেশে অস্ত্র রাখা ও বাড়ির ক্ষতি করার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন টরন্টো পুলিশের প্রধান জেমস রেমার। তিনি বলেন, ঘটনাটি দুর্ভাগ্যজনক।
গত বছরজুড়ে একাধিক ঘটনার সাক্ষী হয়ে আছে ফোর্ডের বাড়িটি। গত বছরের নভেম্বরে এক সংবাদ সম্মেলনে প্রদেশে লকডাউনের প্রতিবাদকারীদের ভর্ৎসনা করেন ডগ ফোর্ড। ভাড় বলেও আখ্যায়িত করেন তাদেরকে।
মাসখানেক আগে তিনি বলেছিলেন, প্রতি শনিবার সকালে বিক্ষোভকারীদের তাদের বাড়ির কাছে দেখা যেতো। একটা ঘটনায় একজন বিক্ষোভকারী রাস্তায় রক্ত ঢেলে বিক্ষোভ করার দমকল বাহিনী ডাকতে বাধ্য হন তিনি।