রবিবার, জুন ৪, ২০২৩
16.4 C
Toronto

Latest Posts

খাবারে বিষক্রিয়ায় বার্নিসের মৃত্যু

- Advertisement -
ছবি/মন্ট্রিয়ল সিটি

খাবারে বিষক্রিয়া থেকেই তিন বছর বয়সী শিশু বার্নিস নান্তান্দা ওয়ামালার মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় অভিযোগ দায়েরের পর মেয়ের মৃত্যুর ন্যায়বিচার চেয়েছেন তার মা।

অন্যের বাড়িতে গুরুতর অসুস্থ্য হওয়ার পর বার্নিসের মৃত্যুর ঘটনায় গত ৭ মার্চ তদন্ত শুরু করে পুলিশ। পুলিশের ভাষ্যমতে, ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি একটি নিষিদ্ধ উপাদান নাস্তার মধ্যে রাখেন। বার্নিস ও আরেকটি শিশু সেটি খায় এবং দুজনকেই দ্রুত হাসপাতালে নিতে হয়। কয়েক ঘণ্টার মধ্যে হাসপাতালে বার্নিসের মৃত্যু হয়। হাসপাতালে দীর্ঘ চিকিৎসা শেষে অন্য শিশুটি সেরে ওঠে।

- Advertisement -

বার্নিসের মা মোরিন মিরেম্বে সোমবার সিটিভি নিউজকে বলেন, আমার মেয়ের ন্যায় বিচার আমার একমাত্র চাওয়া।

মার্চের শুরুর দিকে মিরেম্বে জানিয়েছিলেন, স্কারবোরোতে তাদের অ্যাপার্টমেন্টেরই আরেকটি ইউনিটে বন্ধুর ফ্ল্যাটে ছিল তার মেয়ে। এরপর বন্ধুর মায়ের ফোন পেয়ে জানতে পারেন যে, নাস্তার পর বার্নিস বমি করছে। উপরের উঠে বার্নিসকে একটি চেয়ারে শুয়ে থাকতে দেখেন। সে খুবই দুর্বল হয়ে পড়েছিল এবং তার মুখ ধূসর হয়ে গিয়েছিল। রক্ত সঞ্চালন হচ্ছে কিনা তা বুঝতে তার মধ্যম আঙুল চেপে দেখি। কিন্তু রক্ত সঞ্চালন হচ্ছিল না। বার্নিসের বন্ধুর মা ৯১১ এ ফোন করেছিলেন। কিন্তু অপারেটর টেলিহেলথ অন্টারিওর নার্সকে ধরিয়ে দেন এবং বার্নিসকে কাছাকাছি কোনো হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন তিনি।

এরপর বার্নিসকে মাইকেল গ্যারোন হাসপাতালে এনে অক্সিজেন দেওয়া হয়। নানা চেষ্টার পর তৃতীয় জন্মদিনের ঠিক এক সপ্তাহ পর মারা যায় বার্নিস।

এ ঘটনায় গত সোমবার একটি বিবৃতি দিয়েছে টরন্টো পুলিশ। বিবৃতিতে অভিযুক্ত টরন্টোর বাসিন্দা ফ্রান্সিস এনগুগিকে তদন্তের স্বার্থে পুলিশের হেফাজতে নেওয়ার কথা বলা হয়েছে।

- Advertisement -

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.