বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
7.3 C
Toronto

Latest Posts

কানাডায় শরনার্থীদের পৃষ্ঠপোষক বাড়ছে

- Advertisement -
কর্মসূচিটিতে অংশ নিতে চান প্রায় ৪০ লাখ কানাডিয়ান

ট্যাপের পানি পড়তে দেখে নিজেকে আর ধরে রাখতে পারল না ছোট্ট শিশুটি। লাফিয়ে নেমে পড়ল বাথটাবে। সেই দৃশ্য তাকিয়ে দেখে মুগ্ধ হয়েছিলেন কারিনা রিড। ‘এটা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ দিন’, বলছিল ডেলফিন, যখন তার বয়স ছিল চার বছর।

ওই ঘটনার ঠিক একদিন আগে ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে কানাডায় আসেন ডেলফিন ও তার অন্তঃসত্ত্বা মা আতোশা এনগাগে। কঙ্গো প্রজাতন্ত্র ছাড়ার পর একটা সময় তাদেরকে নামিবিয়ার একটি শরনার্থী শিবিরে থাকতে হয়।

- Advertisement -

ছোট পরিবারটি কানাডায় এসেছে ব্লেন্ডেড ভিসা অফিস রেফারড রিফিউজিস (বিভিওআর) কর্মসূচির মাধ্যমে। এনগাগে ও ডেলফিনকে কানাডার আসার ক্ষেত্রে স্পন্সর করেছিলেন রিড ও তার পাঁচ বন্ধু। এক সাক্ষাৎকারে সেই অনুভুতির কথা প্রকাশ করতে গিয়ে রিড বলেন, এটা ছিল তাদের জীবন বদলে যাওয়ার অভিজ্ঞতা। আমার কাছেও তাই। বিশ^ সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গিই পাল্টে দিয়েছে এটি।

রিডের মতো আরও অনেকেই বিভিওআর কর্মসূচির মাধ্যমে শরনার্থী পরিবারকে কানাডায় আসার ক্ষেত্রে পৃষ্ঠপোষকতা করছেন। কানাডায় যে তিনটি শরনার্থী পুনর্বাসন কর্মসূচি আছে বিভিওআর তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য। অন্য দুটি কর্মসূচি হলো গভর্নমেন্ট অ্যাসিস্টেড রিফিউজি (জিএআর) ও প্রাইভেট স্পন্সরশিপ অব রিফিউজিস (পিএসআর)।

কোনো শরনার্থী ব্যক্তি বা পরিবারের কানাডায় স্বজন না থাকলে বিভিওআর কর্মসূচির আওতায় কোনো ব্যক্তি বা বেসরকারি সংস্থাকে ওই ব্যক্তি বা পরিবারের পৃষ্ঠপোষক হওয়ার সুযোগ মেলে।

কানাডায় শরনার্থীদের পৃষ্ঠপোষকতা করা নিয়ে এনভায়রোনিকস ইনস্টিটিউটের সঙ্গে যৌথভাবে একটি বাজার গবেষণা পরিচালনা করেছে রিফিউজি ৬১৩। এই দুই সংস্থা উপাত্ত সংগ্রহের কাজ করলেও প্রকল্পটিতে অর্থায়ন করেছে ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা। ২৫ বছর ও তার বেশি বয়সী ৩ হাজার কানাডিয়ান ও ৩০ হাজার ডলার আয় এমন পরিবারের ওপর গবেষণাটি চালানো হয়। ফলাফলে দেখা যায়, এখন পর্যন্ত কোনো শরনার্থী ব্যক্তি বা পরিবারকে পৃষ্ঠপোষকতা করেননি এমন ২০ শতাংশ কানাডিয়ান আগামী কয়েক বছরের মধ্যে এ ধরনের কর্মসূচিতে নাম লেখাতে ইচ্ছুক। এর অর্থ হচ্ছে কর্মসূচিটিতে অংশ নিতে চান প্রায় ৪০ লাখ কানাডিয়ান। খবর: দ্য কানাডিয়ান প্রেস।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.