বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
4.3 C
Toronto

Latest Posts

ভ্যাকসিন ক্লিনিকের কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারে উদ্বেগ

- Advertisement -
ভ্যাকসিন সেন্টার পরিদর্শনে প্রিমিয়ার ফোর্ড

দ্বিতীয় ডোজ হিসেবে ফাইজারের বদলে মডার্নার ভ্যাকসিন দেওয়ার ঘটনায় ভ্যাকসিন ক্লিনিকের কর্মীদের যে পরিমাণ দুর্ব্যবহারের শিকার হতে হচ্ছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন টরন্টোর কর্মকর্তারা।

টরন্টোর ভ্যাকসিন টাস্কফোর্সের চেয়ারম্যান ও ফায়ারর সার্ভিসের প্রধান ম্যাথিউ পেগ বুধবার সাংবাদিকদের বলেন, তাদের ৯টি ক্লিনিকেই গত সপ্তাহে কর্মীদের উদ্দেশ্য করে দুর্ব্যবহার আশঙ্কাজনক হারে বেড়েছে। এসব ব্যক্তিদের অধিকাংশই অ্যাপয়েন্টমেন্ট দেখিয়ে নির্দিষ্ট একটি ভ্যাকসিন দাবি করেন। এ ধরনের আচরণ অবশ্যই বন্ধ করতে হবে বলে জানান ম্যাথিউ পেগ।

- Advertisement -

গত কয়েক মাসে টরন্টোর ক্লিনিকগুলো ফাইজারের ভ্যাকসিনই বেশি প্রয়োগ করে। কিন্তু মডার্নার সরবরাহ বাড়ায় আগামী তিন সপ্তাহের জন্য কয়েক হাজার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। পেগ বলেন, সিটি ক্লিনিকে ভ্যাকসিনের জন্য আসা নাগরিকদের এমআরএনএ ভ্যাকসিনের যেটির সরবরাহ থাকবে সেটিই দেওয়া হবে।

ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি অন ইমিউনাইজেশনও (এনএসিআই) বলেছে, ফাইজার ও মডার্নার ভ্যাকসিনের মধ্যে উল্লেখ করার মতো কোনো পার্থক্য নেই। উভয় ভ্যাকসিনই একটি আরেকটির বদলে নিরাপদে ও কার্যকরভাবে প্রয়োগ করা যাবে।

ম্যাথিউ পেগ বুধবার বলেন, পছন্দের ব্র্যান্ডের ভ্যাকসিন না পেলে বিকল্পটি নিতে যারা অস্বীকৃতি জানাচ্ছেন তাদের সংখ্যা খুবই নগন্য। অস্বীকৃতি জানানো তাদের অধিকার এবং আমি তাকে সম্মান করি। কিন্তু আমি খুবই হতাশ এই কারণে যে, এর মধ্য দিয়ে তারা পূর্ণাঙ্গভাবে ভ্যাকসিনেটেড হওয়ার সুযোগটি হারাচ্ছেন। যত বেশি সংখ্যক মানুষ ভ্যাকসিন নেবেন তত দ্রুত আমরা কোভিড-১৯কে পরাস্ত করতে পারব।

জুলাই মাসেই মডার্নার কাছ থেকে ১ কোটি ১০ লাখ ডোজ ভ্যাকসিনের সরবরাহ পাচ্ছে কানাডা। ফাইজারের ভ্যাকসিন পাচ্ছে ৯০ লাখ ডোজ।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.