
২০২১-এর শের ই বাংলা কাপ ক্রিকেট প্রতিযোগিতার চ্যাম্পিয়ন সোলজার ক্রিকেট ক্লাব ও রানার আপ বেঙ্গল স্ট্রাইকার।
গত ১১ জুলাই শের-ই-বাংলা কাপ ফাইনাল প্রতিযোগিতা ২০২১ অনুষ্ঠিত হয় স্কারবরোর করভেট স্কুল মাঠে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবারের গোল্ড স্পনসর কানাডীয়ান ভিশন ২০২০-এর সভাপতি মোঃ দেলোয়ার হোসেন ও টিম, সিলভার স্পনসর বিশিষ্ট রিয়েলটর আজমল মিয়া, ব্যারিস্টার রিজোয়ান রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিয়ানীবাজার এসোসিয়েশনের সাবেক সভাপতি জনাব, আখলাক হোসেন, সাপ্তাহিক ভোরের আলো পত্রিকার এডিটর আহাদ খন্দকার, এনআরবি টিভির সিইও ও সপ্তাহিক বাংলামেইল সম্পাদক শহিদুল ইসলাম মিন্টু, সিলেট সদর এসোসিয়েশন অব টরন্টোর সাবেক সভাপতি বেলায়েত আহমদ চৌধুরী রিপন, জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর সেক্রেটারী মাহবুব চৌধুরী রনি, ওসমানী মেমোরিয়াল টরন্টোর সেক্রেটারী জাকারিয়া রশীদ চৌধুরী। অনুষ্ঠানে অতিথিবৃন্দ উপস্থিত খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন। বিজয়ীদলের ক্যাপ্টেন সাইয়েদ সোয়েবের হাতে পুরস্কার তুলে দেন প্রধান পৃষ্ঠপোষক মোঃ দেলোয়ার হোসেন ও তার টিম।
শের-ই-বাংলা কাপ এ ১৬টি দল অংশ নিয়েছিল। শেরে-ই-বাংলা কাপ ক্রিকেট চূড়ান্ত পর্বের খেলা স্হানীয় ক্রীড়ামোদীরা উপভোগ করেন। এবারের প্রতিযোগিতায় ক্রীড়াবিদ সুলভ আচরণের জন্যে স্পনসর ব্যারিস্টার রিজোয়ান রহমান ও রিয়েলটর আজমল মিয়া ব্লিজার্ড ক্রিকেট ক্লাবকে পাঁচশত ডলার পুরস্কার ঘোষণা করেন। পরে আয়োজক মিলাদ চৌধুরী, গোলাম ইমরান সুমন ও আবদাল চৌধুরী অংশগ্রহণকারী প্রতিটি টিম এবং খেলোয়াড়দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শের-ই-বাংলা কাপ ক্রিকেট টুর্নামেন্টের প্রধান সংগঠক মিলাদ চৌধুরী বলেন, সবার সহযোগিতায় এই আয়োজনটি সফল হওয়ায় আমি আনন্দিত। টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি ধারণ করেছে কানাডার জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনআরবি টিভি টীম। সঞ্চালনায় ছিলেন একসময়ের জনপ্রিয় ক্রীড়া ধারাভাষ্যকার মাসুদ করিম। প্রযোজনায় রেজাউল হক।