বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২১, ২০২৩
19.9 C
Toronto

Latest Posts

১০ বিলিয়ন ডলার কম ব্যয় করেছে অন্টারিও

- Advertisement -
অন্টারিও প্রিমিয়ার ডগ ফোর্ড

অন্টারিও গত অর্থবছর পরিকল্পনার চেয়ে ১০ বিলিয়ন ডলার কম খরচ করেছে বলে জানিয়েছে দ্য ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট্যাবিলিটি অফিস। মহামারি মোকাবেলায় সরকার এ তহবিল বিনিয়োগ না করায় বিরোধিদের সমালোচনার মধ্যেই বুধবার এ তথ্য দিয়েছে সংস্থাটি।

দ্য ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট্যাবিলিটি অফিস এক প্রতিবেদনে উল্লেখ করেছে, ২০২০-২১ অর্থবছর সরকার ২২ দমমিক ১ বিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনা করেছিল। এর বিপরীতে কম ব্যয় হয়েছে ১০ দশমিক ৩ বিলিয়ন ডলার। এর মধ্যে স্বাস্থ্য খাতে পরিকল্পনার চেয়ে কম ব্যয় হয়েছে ১ বিলিয়ন ডলার এবং বছর শেষে আপতকালীন ব্যয়ের জন্য রাখা হয়েছে ৩ দশমিক ৪ বিলিয়ন ডলার। অন্টারিওর নিট ঋণ কমাতে এ অর্থ কাজে লাগানো হবে। সরকারের ঋণের পরিমাণ ৪০০ বিলিয়ন ডলারে দাঁড়াতে পারে প্রাক্কলন করা হয়েছে।

- Advertisement -

স্বাস্থ্যমন্ত্রীর একজন মুখপাত্র বলেন, স্বাস্থ্য খাতে পরিকল্পনার চেয়ে কম ব্যয় হওয়ার কারণ মহামারির কারণে কিছু সেবার চাহিদা কমে যাওয়া। পরিস্থিতি উন্নতির দিকে যাওয়ায় কোভিড-১৯ তদারকি, সনাক্ত ও নিয়ন্ত্রণে জনস্বাস্থ্য খাতের ব্যয় হ্রাস পাওয়াও আরেকটি কারণ।

২০২০-২১ অর্থবছরে ঋণের সুদ পরিশোধ বাবদ ব্যয়ও পরিকল্পনার জন্য ১ দশমিক ১ বিলিয়ন ডলার কম হয়েছে। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট্যাবিলিটি অফিসের তথ্য অনুযায়ী, গত দশ বছরে পরিকল্পনার চেয়ে কম ব্যয় হয়েছে গড়ে ৩ দশমিক ৮ বিলিয়ন ডলার। এ হিসাবে গত দশকের তুলনায় এ বছর ব্যয় কমার পরিমাণ অনেক বেশি।

ট্রেজারি বোর্ডের প্রেসিডেন্টের একজন মুখপাত্র বলেন, মহামারি মোকাবেলার কারণে গত বছরের তুলনায় এ বছর সার্বিক ব্যয় বেড়েছে ২১ দশমিক ৩ বিলিয়ন ডলার। স্বাস্থ্য তহবিল অথবা জনগণের সহায়তা ও চাকরি তহবিলে কোনো অর্থই অবশিষ্ট নেই।

ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট্যাবিলিটি অফিসের প্রক্ষেপণ অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে বাজেট ঘাটতি দাঁড়াবে ২৯ দশমিক ৩ বিলিয়ন ডলার। গত বাজেটের সময় সরকার ঘাটতি প্রাক্কলন করেছিল ৩৮ দশমিক ৫ বিলিয়ন ডলার। পূর্বাভাসের তুলনায় ২ দশমিক ৭ বিলিয়ন ডলার বেশি রাজস্বের ভিত্তিতে ঘাটতির হিসাবটি করা হয়েছে। কারণ, বাজেটের পর থেকে অন্টারিওর অর্থনীতির ভালো অবস্থা দেখা যাচ্ছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.