বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
8.8 C
Toronto

Latest Posts

গাঁজার প্রি-রোল প্যাকেটের বিক্রি বেড়েছে

- Advertisement -
ক্যানোপি সম্প্রতি বড় প্যাকেটে ছোট ছোট জয়েন্ট বিক্রি শুরু করেছে

কোভিড-১৯ মহামারির কারণে পরস্পরের সংস্পর্শে আসা কমে যাওয়ায় কানাডিয়ানদের মধ্যে ভাগাভাগি করে গাঁজা সেবনের প্রবণতা হ্রাস পেয়েছে। এর ফলে প্রি-রোল গাঁজার বিক্রি বেড়েছে এবং পণ্যের আকার নিয়ে কোম্পানিগুলোকে নতুন করে ভাবতে হচ্ছে।

ক্যানোপি গ্রোথ কর্পোরেশনের ভাইস প্রেসিডেন্ট কেলি ওলসেন বলেন, পরিবর্তনটা আমরা লক্ষ্য করতে শুরু করেছি এবং গত শীত থেকেই প্রবলতাটি শুরু হয়েছে। ভোক্তারা জয়েন্ট ভাগাভাগি করতে এখন আর স্বাচ্ছন্ন বোধ করছেন না। বাজারে যে আকার ও ওজনের জয়েন্ট পাওয়া যাচ্ছে তাতে তারা সন্তুষ্ট হচ্ছেন না।

- Advertisement -

স্মিথ ফলসের এক গবেষণা বলছে, ২০২১ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত গাঁজার বাজারে প্রি-রোল জয়েন্টের বিক্রি বেড়েছে ৪৮ শতাংশ। অন্টারিও ক্যানাবিস স্টোরের প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালের এপ্রিল থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত প্রদেশে প্রি-রোল জয়েন্ট বিক্রি হয়েছে ৯ কোটি ৭০ লাখ ডলারের। ২০১৯ সালের এপ্রিল থেকে ২০২০ সালের পর্যন্ত সময়ের বিক্রি হয়েছিল যেখানে ৪ কোটি ২৬ লাখ ডলারের প্রি-রোল জয়েন্ট।

ক্যানাবিস স্টোরের সংখ্যা বৃদ্ধি বিক্রি বাড়ার পেছনে ভূমিকা রেখেছে। তবে ক্যানোপি বলছে, প্রথাগত দশমিক ৫ গ্রামের জয়েন্টকে এক বসায় সেবনের জন্য বেশি বলে মনে করছেন ভোক্তারা। এছাড়া জয়েন্টের সঙ্গে জীবাণু স্থানান্তরিত হয় কিনা সে আতঙ্কও কাজ করছে তাদের মধ্যে। এসবও প্রি-রোল জয়েন্টের বিক্রি বেড়ে যাওয়ার অন্যতম কারণ।

এই চাহিদার কথা বিবেচনায় নিয়ে ক্যানোপি সম্প্রতি বড় প্যাকেটে ছোট ছোট জয়েন্ট বিক্রি শুরু করেছে। গাঁজা বাজারজাতকারী কোম্পানি মার্কারি এজেন্সির প্রধান নির্বাহী লিসা ক্যাম্পবেল বলেন, ছোট ছোট প্রি-রোলকে অনেক সময় ডগ ওয়াকার বলা হয়ে থাকে। তিনিও মহামারির মধ্যে প্রি-রোল প্যাকেটের চাহিদা বাড়তে দেখেছেন। কারণ, মানুষ আর এখন জয়েন্ট ভাগাভাগি করতে চাইছেন না।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.