শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
0.6 C
Toronto

Latest Posts

সাময়িক ড্রাইভ টেস্ট সেন্টার খুলছে অন্টারিও

- Advertisement -
প্রথম স্লট পেতে এক মাসও অপেক্ষা করতে হচ্ছে

মহামারির কারণে সৃষ্ট লকডাইনের কারণে ড্রাইভিং পরীক্ষায় যে জট তৈরি হয়েছে তা কমাতে সাময়িক রোড টেস্ট সেন্টার চালু করতে যাচ্ছে অন্টারিও। নতুন চালকদের জি২ ও জি লাইসেন্সের চাহিদা যেসব স্থানে বেশি সেসব স্থানে সেন্টারগুলো খোলা হবে বলে প্রদেশের পক্ষ থেকে বলা হয়েছে।

অন্টারিও সরাসরি কার ড্রাইভিং পরীক্ষা গত ১৪ জুন শুরু করলেও অপেক্ষমানের সংখ্যা এতোটাই বেশি যে অনেক নতুন চালককে পরীক্ষার স্লট পেতে হিমশিম খেতে হচ্ছে। অনেকে বলছেন, প্রথম স্লট পেতে এক মাসও অপেক্ষা করতে হচ্ছে।

- Advertisement -

পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অন্টারিওতে বর্তমানে ৭ লাখ রোড টেস্ট অপেক্ষাধীন আছে। এর পরিপ্রেক্ষিতে পরিবহন মন্ত্রী ক্যারোলাইন মালরনি বলেন, নতুন চালকরা যাতে দ্রুত পরীক্ষার স্লট পান সেজন্য পরীক্ষা জট কমাতে কার্যক্রম হাতে নিচ্ছে অন্টারিও। কোভিড বিরোধী লড়াইয়ে অন্টারিও যেহেতু সঠিক পথেই আছে তাই আমরা কিছু আগ্রাসী পদক্ষেপ হাতে নিয়েছি। এর আওতায় বাড়তি সাময়িক চালক পরীক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। বাড়তি সেন্টার খোলার পাশাপাশি কর্মদিবসে সেন্টারগুলো অতিরিক্ত সময়ের জন্য ও ছুটির দিনেও খুলে রাখার পরিকল্পনা করা হচ্ছে।

পরীক্ষা জট কমাতে অন্টারিওর পরিবহন মন্ত্রণালয় ১৬৭ জন সাময়িক চালক প্রশিক্ষক নিয়োগের পরিকল্পনা করছে। ২০২০ সালের ফলে ৮৪ জন পরীক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল।

সাময়িক রোড টেস্ট সেন্টারগুলোর মধ্যে গুয়েল্ফ ও ওশাওয়াতে সোমবার খোলার কথা জানানো হয়েছে। টরন্টো, হ্যামিল্টন/নায়াগ্রা, মিসিসোগা/ব্র্যাম্পটন এবং ইয়র্ক/ডারহামের সেন্টারগুলো খুলবে সেপ্টেম্বরে। পরীক্ষার জন্য মাস্ক ও হ্যান্ড স্যানিটার বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া গাড়ির মধ্যে যাতে বাতাস যাতায়াত করতে পারে সেজন্য গাড়ির জানালা খোলা রাখতে হবে। যদি কখনও কন্টাক্ট ট্রেসিংয়ের প্রয়োজন হয় সেই বিবেচনা থেকে চালককে ফোন নম্বরও সরবরাহ করতে হবে। কর্মীদের সবাইকেই ব্যক্তিগত সুরক্ষা উপকরণ এবং পরীক্ষকদের ফেস শিল্ড পরিধান করতে হবে।

মন্ত্রণালয়ের গত মাসের তথ্য অনুযায়ী, মহামারির কারণে সৃষ্ট লকডাউনের ফলে ২০২০ সালের মার্চ থেকে ৪ লাখ ২১ হাজার ৮২৭টি রোড টেস্ট বাতিল করা হয়েছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.