বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
8.8 C
Toronto

Latest Posts

সুরক্ষা ব্যবস্থায় জোর টিডিএসবির

- Advertisement -

চলমান কোভিড-১৯ মহামারির মধ্যেই সেপ্টেম্বরে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার তোড়জোড় শুরু করে দিয়েছে টরন্টো ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড (টিডিএসবি)। এর অংশ হিসেবে শ্রেণিকক্ষের ভেন্টিলেশন ও সুরক্ষা ব্যবস্থায় জোর দিচ্ছে তারা।

- Advertisement -

হাইল্যান্ড হাইটস জুনিয়র পাবলিক স্কুলের ভেন্টিলেশন ব্যবস্থা দেখতে বোর্ডের পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের আমন্ত্রণও জানানো হয়। সংক্রমণ কমাতে টিডিএসবির সব শ্রেণিকক্ষ, জিম ও শেয়ারড স্পেসেও একই ধরনের ভেন্টিলেশন ব্যবস্থা কার্যকর করা হবে বলে আশা করা হচ্ছে।

বায়ু চলাচল উন্নত করতে শ্রেণিকক্ষে যে মেশিনারি স্থাপন করা হচ্ছে তা একটি একক ভেন্টিলেটর, যার মাধ্যমে বাইরে থেকে নির্মল বাতাস ভেতরে ঢুকবে।

টিডিএসবির সেবা ও পরিকল্পনা বিভাগের নির্বাহী কর্মকর্তা মাইয়া পুসেট্টি সাংবাদিকদের বিষয়টির ব্যাখ্যা করে বলেন, ইউনিট ভেন্টিলেটরগুলো বাইরে থেকে নির্মল বাতাস শ্রেণিকক্ষের ভেতরে নিয়ে আসে এবং স্বাভাবিক প্রক্রিয়ায় বাতাসন ফেরত যায়। এভাবে সর্বক্ষণই শ্রেণিকক্ষে বাতাস চলাচল করে।

টিডিএসবির সব স্কুলে প্রাতিষ্ঠানিক গ্রেডের হাই-এফিশিয়েন্সি পার্টিকুলেট এয়ার (এইচইপিএ) ফিল্টারও শ্রেণিক্ষক্ষে সরবরাহ করবে বোর্ড। সর্বোচ্চ ১ হাজার ৫০০ বর্গফুটে এসব ফিল্টার বসানোর সুযোগ রয়েছে। যদিও টিডিএসবির অধিকাংশ শ্রেণিকক্ষের আয়তন ৭৫৯ বর্গফুট।

গত কয়েক বছর ধরে টিডিএসবি কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা ছাড়াই পুরনো স্কুলগুলোর জিমনেশিয়ামে কুলিং সেন্টার স্থাপন করে আসছে।

চলতি বছর ভেন্টিলেশন সংক্রান্ত কাজে ১০ কোটি ডলার বিনিয়োগ করা হচ্ছে বলে জানিয়েছে টিডিএসবি। কারণ, স্বাস্থ্য কর্মকর্তারাই বলেছেন, উন্নত বায়ু চলাচল ব্যবস্থা ভাইরাসের সংক্রমণ কমিয়ে আনতে সহায়তা করে। সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. আলন ভাইজম্যান মঙ্গলবার সিপি২৪কে বলেন, বায়ু চলাচলের ব্যবস্থা যত উন্নত হবে কোভিড-১৯ এর বিস্তারও তত কম হবে। হাসপাতালের মতো স্থাপনা যেখানে ভেন্টিলেশন ব্যবস্থা ভালো সেসব স্থাপনা নিয়ে দুশ্চিন্তা তুলনামূলক কম। কিন্তু স্কুলের মতো স্থাপনা যেখানে কোনো ভবন পুরনো, কোনোটি আবার নতুন সেসব স্থাপনা নিয়েই যত উদ্বেগ। তাই বায়ু চলাচল ব্যবস্থা যত উন্নত করতে পারবেন ততই ভালো।

অন্টারিও সরকারও গত সপ্তাহে স্কুল খোলার আগে শ্রেণিকক্ষের ভেন্টিলেশন ব্যবস্থার উন্নয়নে অতিরিক্ত ২ কোটি ৫০ লাখ ডলার প্রদানের ঘোষণা দিয়েছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.