সোমবার, জুন ৫, ২০২৩
16.4 C
Toronto

Latest Posts

১৯৫৪ সালের পর নর্থওয়েস্ট প্যাসেজে যাত্রা সম্পন্ন করল কানাডার নেভি শিপ

- Advertisement -
রয়্যাল কানাডিয়ান নেভি শিপ এইচএমসিএস হ্যারি ডেউল্ফ…কানাডা নেভি

১৯৫৪ সালের পর প্রথমবারের মতো নর্থওয়েস্ট প্যাসেজ দিয়ে যাত্রা সম্পন্ন করল রয়্যাল কানাডিয়ান নেভি শিপ এইচএমসিএস হ্যারি ডেউল্ফ। জাহাজটির কমান্ডিং অফিসার কমডোর কোরি গ্লিসন বলেন, ৫০ বছরের মধ্যে কোনো কানাডিয়ান নেভি শিপ দীর্ঘ সময় টানা আর্কটিকের মধ্য দিয়ে পরিচালনা করা হলো।

ইকালুইটে জাহাজটি যাত্রা শুরু করে ৭ আগস্ট। শুক্রবার এর চূড়ান্ত গন্তব্য ভ্যানকুভারে পৌঁছানোর কথা জাহাজটির। আর্কটিকে নেভি শিপ পরিচালনা করা হলেও তা থাকে স্বল্প সময়ের জন্য, প্রতি বছর আগস্টের শেষ দুই সপ্তাহ ও সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ। কারণ, জাহাজগুলো বরফের মধ্য দিয়ে পরিচালনার উপযোগী করে নকশা করা হয়নি। কিন্তু এইচএমসিএস হ্যারি ডেউল্ফ নামে কানাডিয়ান নেভির নতুন জাহাজটি আর্কটিকের পানিতে চলার উপযোগী করে নকশা করা হয়েছে।

- Advertisement -

গ্লিসন বলেন, এটা অফশোর টহল জাহাজ এবং বরফের পুরো আস্তরণের মধ্যেও এটি চলতে সক্ষম। এটি এমনভাবে নকশা করা হয়েছে যাতে বিশে^র যেকোনো স্থানে চলাচল করতে পারে। জাহাজটিতে ৮৭ জনের মতো নাবিক রিয়েছেন। এর আকার একটি কানাডিয়ান ফুটবল মাঠের সমান। এ ধরনের আরও ছয়টি জাহাজ সংগ্রহের পরিকল্পনা রয়েছে।

গ্লিসন বলেন, এইচএমসিএস হ্যারি ডেউল্ফ যে কেবল প্রশিক্ষণ মহড়া ও নর্থওয়েস্ট প্যাসেজের মধ্য দিয়ে চলেছে তা নয়, আর্কটিকের কমিউনিটির মধ্যকার বন্ধনও শক্তিশালী করছে এটি। জাহাজের নাবিকদের সবার জন্যই এটি বিশেষ কিছু। শেষবারের মতো আমরা পরিদর্শন ও একে অপরের সঙ্গে দেখা সাক্ষাৎ করছি, বিষয়টি তেমন নয়। উত্তরে জনগণের প্রতি এটি অর্থবহ প্রতিশ্রুতিও বটে। কমিউনিটির তরুণদের সঙ্গে যোগাযোগের ফলে এই ট্রিপটি তাদের কাউকে কাউকে একদিন কানাডিয়ান নেভিতে যোগদানে উৎসাহিত করারও সম্ভাবনা রয়েছে। উত্তরের কমিউনিটিগুলোর কোনো এক তরুণ হয়তো একদিন এই জাহাজের ক্যাপ্টেনও হয়ে যেতে পারেন।

- Advertisement -

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.