
মিসিসোগায় ১৮ বছর বয়সী দুই নারীর সামনে নিজেকে অনাবৃত করা ২৪ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে পিল পুলিশ। পুলিশের ভাষ্যমতে, বৃহস্পতিবার বেল ৫টার ঠিক আগে আগে ১৮ বছর বয়সী দুই নারী ওয়াক্সিউইং ড্রাইভ ও অসপ্রি বুলভার্ডে অবস্থান করছিলেন। ঠিক সেই সময় তারা এক ব্যক্তিকে অনাবৃত করে অশোভন আচরণ করতে দেখেন। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
শনিবারই পুলিশ ওই ব্যক্তিকে ফাইজান আহমেদ বলে সনাক্ত করে। তিনি মিসিসোগার বাসিন্দা। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তদন্তকারীদের বিশ্বাস সেখানো আরও ভুক্তভোগী ছিলেন। অভিযুক্তের ব্যাপারে কারো কাছে কোনো তথ্য থাকলে ক্রাইম স্টপারদের জানানোর অনুরোধ জানিয়েছে পুলিশ। এক্ষেত্রে তথ্য প্রদানকারীর নাম পরিচয় গোপন রাখা হবে।