
লং-টার্ম কেয়ার হোমগুলোতে বাসিন্দাদের বাড়ির অনুভুতি হওয়ার পাশাপাশি সম্মানীত ও নিরাপদ বোধ করার কথা। যদিও বাস্তবে তেমনটা হচ্ছে না বলে উঠে এসেছে সাম্প্রতিক এক সমীক্ষায়।
হেলথ স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশনের পক্ষে সীমাক্ষাটি পরিচালন করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অব এইজিং। সমীক্ষায় অংশগ্রহণকারী ১৬ হাজার ৯৩ জনের মধ্যে ৬৭ দশমিক ৩ শতাংশই কানাডায় লং-টার্ম কেয়ার হোমগুলোকে নিরাপদ, নির্ভরযোগ্য ও উন্নত সেবা প্রদানকারী বলে মনে করেন না।
কানাডায় কোভিড-১৯ মহামারি শুরু হওয়ার পর অনেক লং-টার্ম কেয়ার হোমকেই বাসিন্দাদের মৌলিক সেবা প্রদানে হিমশিম খেতে হয়। আগে থেকেই সমস্যায় থাকা লং-টার্ম কেয়ার হোম ব্যবস্থাকে বিপর্যস্ত করে তোলে ভাইরাসটি। কানাডিয়ান ইনস্টিটিউট ফর হেলথ ইনফরমেশনের তথ্য অনুযায়ী, ২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে কানাডায় যত মানুষ মারা গেছে তার ৬৯ শতাংশই লং-টার্ম কেয়ার হোমের বাসিন্দা।
এদিকে কানাডার লং-টার্ম কেয়ার হোমে সেবার মানদ- পুনর্ধারণের কাজ এরই মধ্যে শুরু হয়েছে। আগামী বছরের প্রথম দিকে এ সংক্রান্ত প্রতিবেদনের প্রাথমিক খসড়া প্রকাশ করা হতে পারে।
ন্যাশনাল ইনস্টিটিউট অন এইজিংয়ের রিসার্চ ফেলো ও গবেষণা প্রতিবেদনটি প্রস্তুতকারক অ্যাশলি ফ্ল্যানাগান বলেন, লং-টার্ম কেয়ার হোমগুলোতে উন্নত সেবা নিশ্চিত করাটা যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সমীক্ষায় অংশগ্রহণকারী অধিকাংশ মানুষ সেটা বলার সুযোগ নিয়েছেন।
লং-টার্ম কেয়ার হোমগুলোতে বাসিন্দাদের জীবনমানের বিষয়টিও সমীক্ষায় উঠে এসেছে। ভবনের নকশা থেকে শুরু করে সরবরাহকৃত খাবার ও কর্মীদের লালিত কমিউনিটি সংস্কৃতি এর মধ্যে অন্তর্ভুক্ত। বন্ধু ও পরিজনদের সঙ্গে সাক্ষাতের জন্য গোপনীয়, আরামদায়ক স্থান ও খোলা-দরজা নীতির পক্ষে সওয়াল করেছেন সমীক্ষায় অংশগ্রহণকারীরা।
লং-টার্ম কেয়ার হোমের কর্মীদের স্বাস্থ্য, সুরক্ষা ও চাকরির নিশ্চয়তা নিয়ে আলোকপাত করা হয়েছে সমীক্ষায়। এর অর্থ হলো কর্মীদের ন্যায্যতা বেতন, সুযোগ-সুবিধা, পেনশন, সবেতন ছুটি এর মধ্যে অন্তর্গত।
নতুন মানদ- চূড়ান্ত হয়ে গেলে কেয়ার হোমগুলোর তা পরিপালন করা উচিত বলে মনে করেন সমীক্ষায় অংশগ্রহণকারী ৯৯ শতাংশ।
কানাডিয়ান স্ট্যান্ডার্ড অর্গানাইজেশনও লং-টার্ম কেয়ার হোমের জন্য মানদ- উন্নয়নে কাজ করছে। এতে গুরুত্ব পাচ্ছে ভেন্টিলেশন, প্লাম্বিং, মেডিকেল গ্যাস সিস্টেম ও প্রযুক্তির ব্যবহারসহ সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের মতো বিষয়গুলো।
নির্বাচনী প্রচারণাকালে লং-টার্ম কেয়ার হোমের সুরক্ষায় আইন করার প্রতিশ্রুতি দিয়েছিল লিবারেল পার্টি। তবে প্রস্তাবিত আইনে নতুন মানদ- পরিপালন বাধ্যতামূলক করা হবে কিনা তা এখনও পরিস্কার নয়। যদি তাই হয় সেক্ষেত্রে প্রদেশ ও অঞ্চলগুলোর সঙ্গে আলোচনার প্রয়োজন পড়বে। কারণ, লং-টার্ম কেয়ার ফেডারেল সরকারের আওতায় নয়। খবর: দ্য কানাডিয়ান প্রেস।