শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
0 C
Toronto

Latest Posts

ডেলিভারি কর্মীদের জন্য বাথরুমের বন্দোবস্ত করতে আইন আনতে যাচ্ছে অন্টারিও সরকার

- Advertisement -
‘শুধুমাত্র টিম মেম্বারদের ব্যবহারের জন্য ওয়াশরুম’ লিখে রাখছে, যা লজ্জাজনক

ডেলিভারি কর্মীরা যেসব ব্যবসা প্রতিষ্ঠানে পণ্য সরবরাহ করেন বা যেখান থেকে পণ্য সংগ্রহ করেন সেখানকার বাথরুমে যাতে তারা প্রবেশাধিকার পান সেজন্য আইন আনতে যাচ্ছে অন্টারিও সরকার। আইনটি পাশ হলে তা কুরিয়ার, ট্রাক চালক ও খাবার সরবরাহকারী কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

শ্রমমমন্ত্রী মন্টে ম্যাকনটন এ সংক্রান্ত এক বিবৃতিতে বলেন, ওয়াশরুমে প্রবেশাধিকারকে স্বাভাবিক ভদ্রতা হিসেবে দেখা হলেও প্রদেশের হাজারো কর্মী বর্তমানে এ থেকে বঞ্চিত হচ্ছেন। মহামারির মধ্যেও কিছু ব্যবসা প্রতিষ্ঠান সরবরাহ কর্মীদের ‘নায়ক’ হিসেবে স্বীকৃতি দিতে ব্যর্থ হয়েছে এবং কোথায় বাথরুমে যাওয়া যাবে সারাদিন সে পরিকল্পনাই করতে হয় চালকদের।

- Advertisement -

সরবরাহ কর্মীদের সম্পর্কে তিনি বলেন, দোকানে যেতে না পারায় অনলাইনে কেনাকাটা বেড়েছে এবং পরিবারগুলো বাইরে খেতে যেতে না পারায় তাদের পছন্দের রেস্তোরাঁ খাবারের সরবরাহ আদেশ বাড়িয়েছেন। যার ফল হিসেবে ডেলিভারির চাহিদা বেড়ে গেছে এবং সরবরাহ কর্মীদের ব্যস্ততাও বেড়েছে। কিন্তু দুর্ভাগ্য হলো কিছু ব্যবসা পতিষ্ঠান তাদের কার্যক্রম চালু রাখার চেষ্টা করলেও সরবরাহ কর্মীদের নায়ক হিসেবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছে না। সরবরাহ কর্মীরা যে ব্যবসার সাফল্যে কতটা গুরুত্বপূর্ণ সেটা স্বীকার করতেও ব্যর্থ অনেক ব্যবসা প্রতিষ্ঠান। অনেকে ‘ওয়াশরুমে প্রবেশ নিষিদ্ধ’, ‘শুধুমাত্র টিম মেম্বারদের ব্যবহারের জন্য ওয়াশরুম’ লিখে রাখছে, যা লজ্জাজনক। গত ১৯ মাস ধরে আপনারা আমাদের অ্যাপার্টমেন্ট, বাড়ি ও কর্মক্ষেত্রে এসেছেন। ভালো ব্যবহার পাওয়া আপনাদের অধিকার।

কর্মকর্তারা বলছেন, প্রস্তাবিত আইনটি কেবলমাত্র সেইসব ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে যেখানে কর্মীরা পণ্য সরবরাহ করবেন অথবা যেখান থেকে তা সংগ্রহ করবেন। কোনো ব্যক্তিগত আবাসনে প্রযোজ্য হবে না এটি।

কর্মকর্তাদের হিসাব অনুযায়ী, ২০২০ সালে অন্টারিওর পরিবহন, বাস, ট্যাক্সি ও ডেলিভারি ড্রাইভার হিসেবে কাজ করতেন মোট ২ লাখ ৩ হাজার ৭০০ জন। একই বছর প্রদেশে মেইল, কুরিয়ার, মেসেঞ্জার ও বাড়িতে সরবরাহকারীর কাজে যুক্ত ছিলেন ৩০ হাজার ৮০০ জন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.