মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
14.9 C
Toronto

Latest Posts

অন্টারিওতে জনস্বাস্থ্য বিধি প্রত্যাহারের সময়সীমা ঘোষণা

- Advertisement -
ফাইল ছবি

কোভিড-১৯ সংক্রান্ত জনস্বাস্থ্য বিধি প্রত্যাহারের পরিকল্পনা প্রকাশ করেছে অন্টারিও। কয়েক মাস ধরে এসব স্বাস্থ্য বিধি প্রত্যাহার করা হবে। দেখে নেওয়া যাক সেই সময়সীমা।

সোমবার, অক্টোবর ২৫: রেস্তোরাঁ, জিম, ক্যাসিনো ও ইনডোর ইভেন্টের ওপর আরোপিত ধারণক্ষমতার সীমা ভ্যাকসিনেশনের পক্ষে প্রমাণপত্র প্রদর্শণ সাপেক্ষে তুলে নেওয়া হবে। চাইলে ভ্যাকসিনেশনের স্বপক্ষে প্রমাণপত্র দেখা সাপেক্ষে স্যালন, ট্যাটু পার্লার, মিউজিয়াম ও গ্যালারির ইনডোর, অ্যামিউজমেন্ট পার্ক, উৎসব ও রিয়েল এস্টেট ওপেন হাউজও ধারণক্ষমতার সীমা তুলে দিতে পারবে।

- Advertisement -

এছাড়া বিবাহ, অন্তেষ্টিক্রিয়া ও অন্য ধর্মীয় আচার অনুষ্ঠানেও ভ্যাকসিনেশনের পক্ষে প্রমাণপত্র দেখা সাপেক্ষে এই সময়ে ধারণক্ষমতার সীমা প্রত্যাহারের সুযোগ পাবে।

সোমবার, নভেম্বর ১৫: নৈশ ক্লাব, ইনডোরে বিবাহোত্তর সংবর্ধনা, স্ট্রিপ ক্লাব, বাথ হাউজ ও সেক্স ক্লাবের ধারণক্ষমতা ভ্যাকসিনেশনের প্রমাণপত্র প্রদর্শন সাপেক্ষে প্রত্যাহার করা যাবে।

সোমবার, জানুয়ারি ১৭: যেসব স্থানে ভ্যাকসিনেশনের প্রমাণপত্র প্রদর্শনের প্রয়োজন নেই কোভিড-১৯ পরিস্থিতির ওপর ভিত্তি করে সেসব স্থানের ধারণক্ষমতার সীমা প্রত্যাহার শুরু হবে। জনস্বাস্থ্য বিভাগের চিফ মেডিকেল অফিসারের নির্দেশনাও এই সময় থেকে প্রত্যাহার শুরু হতে পারে। প্রত্যাহার করা শুরু হতে পারে ভ্যাকসিনেশনের প্রমাণপত্রের সীমাও।

সোমবার, ফেব্রুয়ারি ৭: অনিরাপদ মনে না হলে সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা স্থাপনা যেমন নৈশ ক্লাব ও বাথ হাউজে ভ্যাকসিনেশনের পক্ষে প্রমাণপত্র প্রদর্শনের বিধান তুলে নেওয়া হতে পারে।

সোমবার, মার্চ ২৮: অনিরাপদ মনে হলে অবশিষ্ট জনস্বাস্থ্য বিধি যেমন বাধ্যতামূলক মাস্ক পরিধান প্রত্যাহার করা হতে পারে। অবশিষ্ট স্থাপনা যেমন সভা ও অনুষ্ঠানস্থল, কনসার্ট ও সিনেমা হলে ভ্যাকসিনেশনের পক্ষে প্রমাণপত্র প্রদর্শনের বিধানও তুলে নেওয়া হতে পারে এই সময়ে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.