বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
1.2 C
Toronto

Latest Posts

ওন্টারিও লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে বাংলাদেশ কনসাল জেনারেলের বিদায়ী সাক্ষাৎ

- Advertisement -
ফাইল ছবি

টরন্টোতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল নাঈম উদ্দিন আহমেদ ১নভেম্বর  কুইন্স পার্কে ওন্টারিওর লেফটেন্যান্ট গভর্নর এলিজাবেথ ডাউডসওয়েলের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন।কনসাল জেনারেলের স্ত্রী ডালিয়া পারভিন আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।

কনসাল জেনারেল এপ্রিল ২০১৯-এলেফটেন্যান্ট গভর্নর কর্তৃক বাংলাদেশ কনস্যুলেট জেনারেল উদ্বোধনে তার মহিমান্বিত উপস্থিতির কথা স্মরণ করেন এবং ধন্যবাদ জানান। কনসাল জেনারেল টরন্টোতেতার কর্মকালীন সময়ে লেফটেন্যান্ট গভর্নরঅফিসের সার্বিক সহায়তা ও সহযোগিতার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

- Advertisement -

কনসাল জেনারেল লেফটেন্যান্ট গভর্নরকে গত সাড়ে তিন বছরে কনস্যুলেটে তার কার্যক্রম সম্পর্কে লেফটেন্যান্ট গভর্নরকে অবহিত করেন। যার মধ্যে উল্লেখযোগ্য ছিল টরন্টোতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের একটি মর্যাদাপূর্ণ উদ্বোধন, বাংলাদেশ-কানাডা বিজনেস ফোরাম-২০১৯ আয়োজন, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) এবং অন্টারিও চেম্বার অব কমার্স (ওসিসি)-এর মধ্যে সমঝোতা স্মারকসম্পাদন, কোভিড-১৯ মহামারির সময়েআটকেপড়া বাংলাদেশিদের ছাত্র ছাত্রী ও নাগরিকদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা, কোভিড-১৯ মহামারির সময়েবাংলাদেশি বংশোদ্ভূত ডাক্তারদের নিয়ে ২৪/৭স্বাস্থ্য পরামর্শ সেবাচালু করা এবং ডিজিটাইজড পদ্ধতিতে সকল কনস্যুলার সেবা প্রদান করা।

অন্টারিও প্রদেশে রাণী এলিজাবেথ ২- এর প্রতিনিধি লেফটেন্যান্ট গভর্নর এলিজাবেথ ডাউডসওয়েলস্বল্প সময়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পূর্ণ মাত্রায় বাংলাদেশী ও কানাডিয়ানদের সেবা প্রদান করতে সমর্থ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

কনসাল জেনারেল নাঈম আহমেদ জানান যে, কোভিড-১৯ কালীন অতিমারির কারণে অনেক পরিকল্পনাই   বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এর মধ্যে সাস্কাচুয়ানে বিজনেস ফোরাম-২০২০-এর আয়োজন এবং অন্টারিও ও সাস্কাচুয়ান থেকে বাংলাদেশে উচ্চ ক্ষমতাসম্পন্ন বাণিজ্য প্রতিনিধি দল প্রেরণবিশেষ ভাবে উল্লেখযোগ্য।

কনসাল জেনারেল বাংলাদেশের অভূতপূর্ব অর্থনৈতিক অগ্রগতি সম্পর্কে গভর্নর জেনারেলকে অবহিত করেন এবং  প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির চিত্রতুলে ধরেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ এবছর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে এবং জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ গত এক দশকে বাংলাদেশ অভূতপূর্ব অর্থনৈতিক অগ্রগতি অর্জন করেছে এবং মধ্যম আয়ের দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। পরবর্তী উন্নয়ন লক্ষ্য রূপকল্প-২০৪১  বাস্তবায়নের মাধ্যমে উন্নত দেশ হিসেবে আত্মপ্রকাশ করা।

কনসাল জেনারেল রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের অধিকতর আন্তরিকতার উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া উভয়েই বাণিজ্য ও বিনিয়োগ, নারী ক্ষমতায়ন, কপ২৬  ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।

সবশেষে, কনসাল জেনারেল লেফটেন্যান্ট গভর্নরকে ওন্টারিওবাসীদের ‘বৈশ্বিক নাগরিক’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তারগতিশীল নেতৃত্বের প্রশংসা করেন। তিনি ওন্টারিও সরকার কর্তৃক সফলভাবে কোভিড-১৯ পরিস্থিতি ব্যবস্থাপনার জন্য প্রশংসা করেন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.