বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
6.3 C
Toronto

Latest Posts

গ্রিন পার্টির অর্ধেক কর্মী ছাঁটাই

- Advertisement -
অনামী পলের অফিসের দীর্ঘ দিনের কর্মীরা চাকরি হারিয়েছেন।

লাগাতার আর্থিক সংকটের মধ্যে দলীয় নেতৃত্ব ব্যয় সাশ্রয়ের পথে হাটায় আরেক দফা কর্মী ছাঁটাইয়ের ঘটনা ঘটল গ্রিন পার্টিতে। সাময়িকভাবে গ্রিন পার্টি তাদের মোট কর্মীর অর্ধেক বা ১০ জনকে ছাঁটাই করেছে, মঙ্গলবার তা কার্যকর হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে দলের জ্যেষ্ঠ তিন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্রমতে, ছাঁটাই হওয়া কর্মীদের খবরটি জানাতে দলের অন্তবর্তীকালীন নির্বাহী পরিচালক ডানা টেইলর তাদের সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠকও করেছেন।

- Advertisement -

এর ফলে অনামী পলের অফিসের দীর্ঘ দিনের কর্মীরা চাকরি হারিয়েছেন। চাকরি হারিয়েছেন যোগাযোগ, মবিলাইজেশন, তহবিল সংগ্রহ, কৌশল ও সুশাসন বিভাগের কর্মীরাও। গত জুনে ঘোষিত সাময়িক ছাঁটাইয়ের পুনরাবৃত্তি এটা। এছাড়া কিছু স্বল্প মেয়াদী কর্মীর চাকরির মেয়াদও জাতীয় নির্বাচনের দিন অর্থাৎ গত ২০ সেপ্টেম্বর শেষ হয়ে গেছে। তবে পলের কার্যালয় থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি।

আর্থিক সংকটের মধ্যে থাকা গ্রিন পার্টি সদ্য সমাপ্ত নির্বাচনেও বড় সড় ধাক্কা খায়। হাউজ অব কমন্সে মাত্র দুটি আসন পেলেও তাদের ভোটের হিস্যা ৭ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ২ শতাংশে। নির্বাচনের এ খারাপ ফল গ্রিন পার্টির ভবিষ্যৎ হুমকির মুখে ফেলে দিয়েছে।

গ্রিন পার্টির বর্তমানে আর্থিক অবস্থা টেকসই নয় বলেগত জুলাই মাসের এক প্রতিবেদনে উল্লেখ করেন গ্রিন পার্টি অব ফান্ডের সাবেক প্রেসিডেন্ট ডগ টিঙ্গে। ফেডারেল কাউন্সিলের সদস্যদের সে সময় তিনি বলেন, পরের মাসে নির্বাচন হলে গ্রিন পার্টির হিসাবে অর্থ থাকবে মাত্র ৩ লাখ ডলার। ২০১৯ সালের নির্বাচনের আগে যেখানে দলটির হিসাবে গচ্ছিত ছিল ১৯ লাখ ডলার। এছাড়া ২০১৫ সালে রিট খারিজ হওয়ার সময় অর্থ ছিল ৩০ লাখ ডলার। যদিও তহবিল সংগ্রহ বেড়েছে দলটির। ২০২১ সালের প্রথম দুই প্রান্তিকে গ্রিন পার্টি সংগ্রহ করেছে ১৩ লাখ ৬০ হাজার ডলারের তহবিল। আগের বছরের একই সময়ে যেখানে সংগ্রহ করেছিল ১২ লাখ ডলার।

খবর: দ্য কানাডিয়ান প্রেস।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.