বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
12.1 C
Toronto

Latest Posts

মহামারি সহায়তা পাচ্ছে সাস্কেচুয়ান

- Advertisement -
মন্ত্রী বিল ব্লেয়ার

সাস্কেচুয়ানের জন্য ফেডারেল সরকার মহামারি সহায়তা অনুমোদন করেছে বলে জানিয়েছেন মন্ত্রী বিল ব্লেয়ার। পাশাপাশি সামরিক সহায়তাও পাবে তারা।

বিষয়টি নিয়ে একাধিক টুইট করেন বিল ব্লেয়ার। টুইটে তিনি বলেন, সাস্কেচুয়ানে কোভিড-১৯ এর সংক্রমণ বাড়তে থাকায় তাদের অনুরোধের প্রতি সাড়া দিয়ে সহায়তা দিতে রাজি হয়েছে ফেডারেল সরকার। মহামারির বিরুদ্ধে লড়াইয়ে কমিউনিটির জন্য প্রয়োজনীয় সহায়তা দেবে কানাডিয়ান সেনাবাহিনীও।

- Advertisement -

ব্লেয়ারের অফিস থেকে এর আগে সাস্কেচুয়ানের কাছ থেকে সহায়তা চেয়ে আবেদন পাওয়ার কথা জানানো হয়েছিল। সেই সঙ্গে আবেদনটি পর্যালোচনা করে দেখা হচ্ছে বলেও জানিয়েছিল জননিরাপত্ত মন্ত্রীর কার্যালয়।

টুইটারে বিল ব্লেয়ার জানান, কানাডিয়ান রেড ক্রস ও অন্যান্য উৎস থেকে বাড়তি সহায়তা দেওয়া যোয় কিনা সে ব্যাপারেও প্রদেশটির সঙ্গে কথা বলছে অটোয়া।

আলবার্টা সরকারের অনুরোধের পর কানাডিয়ান সেনাবাহিনীর আটজন ক্রিটিক্যাল কেয়ার নার্স এ মাসের শুরু থেকে এডমন্টন হসপিটালে কাজ করছেন। ব্লেয়ার বলেন, কানাডিয়ানদের সহায়তা করার জন্য আমরা সবসময়ই প্রস্তুত এবং শিগগিরই সাস্কেচুয়ানের পরিস্থিতি সম্পর্কে আরও কিছু বলতে পারবো।

দ্য কানাডিয়ান প্রেস জানায়, সাস্কেচুয়ান এরই মধ্যে বেশ কিছু কোভিড রোগী অন্টারিওতে পাঠিয়েছে। স্বাস্থ্য কর্তৃপক্ষের এ মাসের উপাত্ত বলছে, মহামারির যেকোনো সময়ে অন্য যেকোনো প্রদেশের তুলনায় জনপ্রতি সবচেয়ে বেশি রোগী নিবিড় পরিচর্যাকেন্দ্রে ছিলেন সাস্কেচুয়ানে।

সপ্তাহের শুরুর দিকে প্রদেশের পক্ষ থেকে নতুন মডেলিং প্রকাশ করা হয়। তাতে বিধিনিষেধ পুনর্বহাল না করলে ডিসেম্বর পর্যন্ত হাসপাতালে রোগীর সংখ্যা বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী মার্চ পর্যন্ত স্বাস্থ্য সেবা টেকসই মাত্রায় পৌঁছাবে না বলেও প্রাক্কলন করা হয়েছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.