রাশিয়ার ব্যাকইয়ার্ডের দেশগুলোর সঙ্গে কানাডার সম্পর্ক জোরদারে পূর্ব ইউরোপ সফর করেছেন পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি। রাশিয়ার হস্তক্ষেপ ও ভুয়া তথ্যের মুখে থাকা গণতান্ত্রিক দেশগুলোকে সহায়তা দেওয়ার ব্যাপারে ন্যাটো মিত্রদের প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে স্লোভেনিয়া ও মেসিডোনিয়া সফরে যান তিনি।
স্লোভেনিয়ায় ব্লেড স্ট্র্যাটেজিক ফোরামে বহুপাক্ষিকতা সম্পর্কিত এক প্যানেল আলোচনায় অংশ নেন জোলি। এটা প্রতিরক্ষা ও উন্নয়ন বিষয়ে দক্ষিণপূর্ব ইউরোপীয় দেশগুলোর বার্ষিক সম্মেলন। সফরকালে তার মলদোভার সরকারি কর্মকর্তা এবং বেলারুশেল বিরোধীদের সঙ্গে বৈঠক করেন। উভয় দেশকেই মস্কো সমর্থিত গণতন্ত্রবিরোধী শক্তি মোকাবিলা করতে হচ্ছে।
নর্থ মেসিডোনায় জোলি দেশটির প্রধানমন্ত্রী দিমিটার কোভাসেভস্কি এবং তার সরকারের জ্যেষ্ঠ মন্ত্রীদের সঙ্গে বাণিজ্য ও প্রতিরক্ষা ইস্যুতে বৈঠক করেন। আলবেনিয়ায় তিনি প্রধানমন্ত্রী এডি রামা এবং তাদের মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রীর সঙ্গে আইনের শাসন এবং ন্যায্যতা ইস্যুতে বৈঠক করেন।
জোলির কার্যালয় থেকে বলা হয়েছে, মে মাসে তার ঘোষণার অংশ হিসেবে তিনি এই সফর করেছেন। ওই ঘোষণায় তিনি গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডাকে জাতিসংঘের সঙ্গে আরও বেশি ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানিয়েছিলেন। আলবেনিয়া বর্তমানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হিসেবে রয়েছে, আগামী বছর যা স্লোভেনিয়ার কাছে হস্তান্তর করা হবে।
এদিকে নর্থ মেসিডোনিয়া অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কো-অপারেশন ইন ইউরোপের নেতৃত্বে রয়েছে। এটা হচ্ছে উপমহাদেশটির বৃহত্তম নিরাপত্তা সংস্থা। সেই সঙ্গে এটাই সর্বশেষ সংস্থা যেখানে রাশিয়া ও পশ্চিমা বিশ^ নিরাপত্তা ও সংঘাত নিয়ে আলোচনা হয়।
তার কার্যালয় থেকে লেখা এক বিবৃতিতে বলা হয়েছে, জোলির এই সফরের উদ্দেশ্য হচ্ছে এই অঞ্চলের দেশগুলোর অভিজ্ঞতার কথা শোনা এবং এইসব অংশীদারদের সহযোগিতার সুনির্ষ্টি উপায় খুঁজে বের করা। তিনটি দেশকেই এই উপমহাদেশে কানাডার গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।