রজার্স কমিউনিকেশনের দীর্ঘদিনের নির্বাহী ফিল লিন্ড মারা গেছেন। এ সময় তার বয়স হয়েছিল ৮০ বছর।
রজার্স কমিউনিকেশনের চেয়ার এডওয়ার্ড রজার্স রোববার এক বিবৃতিতে বলেছেন, ফিল রজার্সের সঙ্গে কাজ করেছেন ৫৪ বছর। এর মধ্যে প্রায় ৪০ বছর কাজ করেছেন আমার বাবার সঙ্গে। রজার্সকে আজকের টেলিকম ও মিডিয়া পাওয়ারহাউজ হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছেন। কোম্পানির ইতিহাসে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সঙ্গে তিনি ছিলেন। তার নানা অবদানের জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ।
২০১৮ সালে প্রকাশিত ‘রাইট হ্যান্ড ম্যান: হাউ ফিল লিন্ড স্টিয়ার্ড দ্য জিনিয়াস অব টেড রজার্স, কানাডা’র ফরমোস্ট এন্টারপ্রিনিউর’ বইয়ে লিন্ড বলেছেন, তিনি প্রথম রজার্সের সঙ্গে মিলিত হন একটি টোরি সম্মেলনে। এরপর ১৯৬৯ সালে কোম্পানিতে যোগ দেন প্রোগ্রামিং প্রধান হিসেবে। সে সময় কোম্পানিটির দুটি রেডিও স্টেশন এবং ১৫ হাজার কেবল সাবস্ক্রাইবার ছিল।
লিন্ড বলেন, তিনি বলেন, বন্ধু বন্ধুর জন্য কাজ করে না। এটা ভালো বিষয় নয়। কেন এটা আমরা প্রতি বছর করবো না? চার দশক আমরা তার বন্ধুর পাশাপাশি কাজ করেছি।
লিন্ড ছিলেন বহুভাষী, বহু সংস্কৃতির ও বিশেষ প্রোগ্রামিংয়ের পুরোধা। রজার্স গ্রুপ অব ফান্ড প্রতিষ্ঠায় তার ভূমিকা ছিল অগ্রগণ্য। এবং কানাডার স্বাধীন ফিল্ম ও টেলিভিশন সেক্টরে তিনি ছিলেন সামনের কাতারের মানুষ। বিজ্ঞাপনমুক্ত, অলাভজনক দ্বিভাষী কেবল পাবলিক অ্যাফেয়ার্স চ্যানেল বা সিপিএসির তিনি ছিলেন প্রতিষ্ঠাতা। এটির মালিকায় রয়েছে একটি কনর্সোটিয়াম, রজার্স যার অন্যতম সদস্য।
২০০২ সালে লিন্ড অর্ডার অব কানাডা নিযুক্ত হন। দশ বছর পর তিনি ইউএস কেবল হল ফেমে অভিষিক্ত হন। সে সময় তৃতীয় কানাডিয়ান এই সম্মাননা পান লিন্ড।