সংরক্ষিত গ্রিনবেল্ট নিয়ে কর্মকা-ের কারণে আবাসনমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন অন্টারিওর ফাস্ট নেশনের নেতারা। ৩৩টি ফার্স্ট নেশনের প্রতিনিধিত্বকারী চিফ অব অন্টারিও বলেছে, প্রদেশের অডিটর জেনারেল বনি লিসিকের প্রতিবেদন চরম উদ্বেগ তৈরি করেছে।
এক বিবৃতিতে গ্রুপটি বলেছে, অডিটর জেনারেলের প্রতিবেদনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সরকারের প্রতিনিধিরা যেভাবে এড়িয়ে যাচ্ছে ও উপেক্ষা করছে তা একেবারেই গ্রহণযোগ্য নয়।
প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের গ্রিনবেল্ট উন্মুক্ত করে দেওয়ার পদক্ষেপ কিছু সংখ্যক ডেভেলপারের স্বার্থে, যাদের মন্ত্রীর চিফ অব স্টাফ রায়ান আমাটোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এ ছাড়া এটি এমনভাবে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে, যার ফলে সম্ভাব্য পরিবেশগত, কৃষি এবং আর্থিক ঝুঁকি ও প্রভাবকে উপেক্ষা করা হচ্ছে এবং আমলে নেওয়া হচ্ছে না।
অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড বলেছেন, কাউকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে না এবং প্রক্রিয়াটিতে পরিবর্তন আনতে সরকার অডিটর জেনারেলের সব সুপারিশ গ্রহণ করবে। তবে গ্রিনবেল্ট থেকে জমি অবমুক্ত সংক্রান্ত সুপারিশটি তিনি মানতে পারবেন না।
চিফস অব অন্টারিও বলেছে, তারা মন্ত্রীর সঙ্গে কাজ অব্যাহত রাখবেন কিন্তু এই সমস্যার সমাধান নিশ্চিত না হওয়া পর্যন্ত স্টিভ ক্লার্কের সঙ্গে বর্তমান সম্পর্ক তারা ছিন্ন করবেন। কাজের সম্পর্ক মেরামতে ফোর্ড এবং আদিবাসী বিষয়ক মন্ত্রী গ্রেগ রিকফোর্ডের সঙ্গে বৈঠকেরও দাবি জানিয়েছেন তারা। তাদের দাবির মধ্যে রয়েছে গ্রিনবেল্টের জন্য পরিবেশগত সুরক্ষা পুনর্বহাল এবং এ থেকে অবমুক্ত করা জমি ফিরিয়ে দেওয়া।
ফোর্ডের একজন মুখপাত্র বলেছেন, প্রদেশ আগামী দশ বছরে ১৫ লাখ বাড়ি নির্মাণের লক্ষ্যের প্রতি দৃঢ়প্রতীজ্ঞ রয়েছে। তবে জনগণের আস্থা অক্ষুণœ রেখেই এটা করা হবে। এর অংশ হিসেবে আদিবাসী কমিউনিটিগুলোর সঙ্গে পরামর্শ করবে প্রদেশ।