বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৩
19.3 C
Toronto

Latest Posts

টেইলর সুইফটের কনসার্টের টিকিট কেটে প্রতারিত

- Advertisement -
সপ্তাহ দুই আগে সুইফট টরন্টোতে ছয়টি শো ঘোষণা করার পর দেশজুড়ে যখন উন্মাদনা বয়ে যাচ্ছে ঠিক সেই সময় তার কন্যার অনুরোধটি তার মনে অনুরণিত হতে থাকে

টেইলর সুইফটের টরন্টোর কনসার্টের টিকিট কেটে ১ হাজার ৬০০ ডলার প্রতারণার শিকার হয়েছেন অন্টারিওর এক মা। তিনি বলেন, তার ১৫ বছরের মেয়ের কাছে খবরটি দিতে গিয়ে তিনি ভেঙে পড়েছেন।

এইনাভ ফেল্ডম্যান নামে ওই মা সিটিভি নিউজ টরন্টোকে বলেন, বাবা-মা হিসেবে আপনি নিশ্চয় আপনার সন্তানকে খুশি করতে চাইবেন।

- Advertisement -

এই গ্রীষ্মের গোড়ার দিকে স্লিপঅ্যাওয়ে ক্যাম্পে যাওয়ার আগে তার মেয়ে মায়া তাকে একটি অনুরোধ করেছিল। তা হলো আইকনিক শিল্পী ও গীতিকার যদি কানাডায় তার এরাস ট্যুরের তারিখ ঘোষণা করেন তাহলে তার জন্য যেনো একটি টিকিটের ব্যবস্থা করা হয়।
সপ্তাহ দুই আগে সুইফট টরন্টোতে ছয়টি শো ঘোষণা করার পর দেশজুড়ে যখন উন্মাদনা বয়ে যাচ্ছে ঠিক সেই সময় তার কন্যার অনুরোধটি তার মনে অনুরণিত হতে থাকে।

ফেডল্যান্ড একটি ভেরিফায়েড অ্যাকাউন্টে সাইন আপ করেন এবং একটি টিকিটের জন্য অপেক্ষা করতে থাকেন। অ্যাকাউন্টটিতে আরও ৩ কোটি ১০ লাখ মানুষ সাইন আপ করে।
টিকিটের জন্য অপেক্ষমাণ থাকার সময় সামাজিক যোগযোগ মাধ্যমে তার সামনে একটি পোস্ট আসে। পোস্টে লেখা ছিল, টেইলর সুইফটের টিকিট নিয়ে বন্ধুদের অবাক করে দিতে যাচ্ছিলাম। কিন্তু তারা তারাই আমাদের জন্য টিকিটের ব্যবস্থা করেছে। তাই আমার কাছে এখন অতিরিক্ত চারটি টিকিট রয়েছে।

স্টেফ রোজ নামের অ্যাকাউন্টটি ২০১১ সাল থেকে কার্যকর রয়েছে। তাতে একজন তরুণীর ছবি দেওয়া আছে, যার বসবাস টরন্টোতে। সুইফটের টুইট প্রায়ই রিটুইট করে থাকে অ্যাকাউন্টটি। ফেল্ডম্যান বলেন, এ ধরনের ঘটনায় প্রতারণা হতে পারে এমনটা ভেবে কিছু সময়ের জন্য থমকে যান তিনি।

কিছুক্ষণের মধ্যেই তিনি একটি উত্তর পান। ওই অ্যাকাউন্ট থেকে বলা হয়, আমার যা প্রয়োজন তা হচ্ছে আপনার ইমেইল অ্যাড্রেস ও নাম। টিকিটমাস্টারের মাধ্যমে ওই ঠিকানায় আমি টিকিটগুলো পাঠাবো। আপনার কতগুলো টিকিট প্রয়োজন?
এরপর অ্যাকাউন্টটি থেকে চারটি টিকিটমাস্টার টিকিটের রেকর্ডিং স্ক্রিন তাকে পাঠানো হয়। এরপর তাকে এই বলে আশ^স্ত করা হয় যে, এ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। কিন্তু ফেল্ডম্যান এক হাজার ৬০০ ডলার ই-ট্রান্সফার করার কিছুক্ষণ পরই আরেকটি ইমেইলে টিকিটমাস্টারের কর বাবদ আড়াইশ ডলার চাওয়া হয়। ইনবক্সে টিকিটটি দেওয়ার আগে এই অর্থ চাওয়া হয় ফেল্ডম্যানের কাছে।
এরপরই ফেল্ডম্যান বুঝতে পারেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন। এরপর তিনি তার অর্থ ফেরত চান। কিন্তু আর কোনো উত্তর পাননি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.