বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৩
11.2 C
Toronto

Latest Posts

শনিবার কৃষ্ণ-উৎসব

- Advertisement -

আসন্ন জন্মাষ্টমী উপলক্ষে আগামী ২ সেপ্টেম্বর, শনিবার কানাডার টরন্টোতে কৃষ্ণ-উৎসবের আয়োজন করা হয়েছে

আসন্ন জন্মাষ্টমী উপলক্ষে আগামী ২ সেপ্টেম্বর, শনিবার কানাডার টরন্টোতে কৃষ্ণ-উৎসবের আয়োজন করা হয়েছে। অন্টারিওর কৃষ্ণ অনুরাগীদের পক্ষে এই আয়োজনে পাঁচহাজার বছর আগের মহান ব্যক্তিত্ব মানব জাতির অন্যতম শ্রেষ্ঠ সন্তান শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে থাকবে আলোচনা, সঙ্গীত, নৃত্য, কবিতা ও অন্যান্য অনেক অনুষঙ্গ।

আয়োজকদের পক্ষে অসীম ভৌমিক জানিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত থাকতে সদয় সম্মতি জানিয়েছেন কুইন এলিজাবেথ পুরস্কারপ্রাপ্ত সর্বজনশ্রদ্ধেয় পুরোহিত শ্যামল ভট্টাচার্য, এমপিপি ডলি বেগম, এবং এনআরবি টেলিভিশনের সিইও শহিদুল ইসলাম মিন্টু।
অনুষ্ঠানে ‘জ্ঞানগ্রন্থ গীতা’ শিরোনামে আলোচনায় অংশ নেবেন বিশিষ্ট চিন্তক ও লেখক আকবর হোসেন। কৃ্ষ্ণ-দর্শন নিয়ে কথা বলবেন উত্তর আমেরিকা ইসকনের অগ্রণী পুরুষ ওয়াকিং মঙ্ক ভক্তিমার্গ স্বামী। ‘পশ্চিমা সাহিত্যে ভগবদ গীতার প্রভাব’ এবং ‘জীবনযাত্রায় কৃষ্ণদর্শন’ বিষয়ে কথা বলবেন যথাক্রমে সুজিত কুসুম পাল এবং হীরা লাল পাল।
কৃষ্ণ নিয়ে সঙ্গীত পরিবেশনায় থাকবেন সোনালী রায়, সুভাষ দাশ এবং রোমেনা হক রুমা। অনুষ্ঠানে কীর্তন পরিবেশন করবেন বিষ্ণুপ্রিয়ার শিল্পীরা। সমাপনী কীর্তনে থাকবেন চন্দন পাল। এছাড়াও যে কিশোরতরুণ বয়েসী শিল্পীরা অংশ নেবে তারা হলো অনন্ত নির্ঝর, তানিশা ভৌমিক, কনিনিকা দত্ত, দ্বৈপায়ণ দাশ উপম, দেবস্মিতা দাম এবং দাকশীষ দে ওম। বিশিষ্ট তবলাশিল্পী অঞ্জন ঘোষ সারা অনুষ্ঠানজুড়ে তবলায় বোল ফোটাবেন।
সারা অনুষ্ঠান জুড়েই মাঝে মাঝে থাকবে শ্রীকৃষ্ণের জীবন ও শিক্ষাকে কেন্দ্র করে নৃত্য পরিবেশনা। বিপ্লব কর পরিচালিত নৃত্যকলা কেন্দ্রের শিল্পীরা, চিত্রা দাস পরিচালিত নৃত্য ঝংকার একাডেমির শিল্পীরা, তারানা পারফর্মিং আর্টসের শিল্পী পারমিতা তিন্নি, গার্গী লাহিড়ী এবং সুচনা দাস বাঁধন নৃত্য পরিবেশনায় অংশ নেবেন। মণিপুরি নৃত্যে কৃষ্ণকে উপস্থাপন করবেন অনিন্দিতা রায়।

- Advertisement -

কৃষ্ণ উৎসবে একটি আকর্ষণীয় কুইজ পর্ব থাকবে। শ্রীকৃষ্ণের পরিবার, ইতিহাস, দর্শন ও সৃষ্টি ইত্যাদি নিয়ে প্রশ্ন করা হবে এই পর্বে। অংশ নিতে পারবে ৭ থেকে ১৬ বছর বয়সী কিশোর কিশোরীরা। থাকবে আকর্ষণীয় পুরস্কার। অন্যতম আয়োজক প্রতিমা সরকার জানিয়েছেন কুইজ পর্বটি পরিচালনা করবে কমিউনিটির প্রিয় মানুষ জ্যোতি দত্ত পুরকায়স্থ।

জাতি-ধর্ম নির্বিশেষে সকলের সম্মিলনে আয়োজিত এই আয়োজনে শ্রীকৃষ্ণকে নিয়ে রচিত বাংলা সাহিত্যের বিভিন্ন লেখকের রচনা থেকেও পাঠের ব্যবস্থা করা হয়েছে। যে নন্দিত বাচিক শিল্পীরা পাঠে অংশ নেবেন তাঁরা হলেন শেখর গোমেজ, জোয়াকিম ভিক্টর গোমেজ, সামিনা চৌধুরী, কামরান করিম, এলিনা মিতা এবং তাসমিনা খান। পাঠ-পর্বটি পরিচালনা করবেন বিপ্লব সোম। এছাড়াও অপূর্ব রায় কবি জয়দেব রচিত সংস্কৃত গ্রন্থ গীতগোবিন্দ এবং এর বাংলা অনুবাদ থেকে পাঠ করে শোনাবেন।

মঞ্চে কৃষ্ণকে উপস্থাপন করবেন অনুপ সেনগুপ্ত। সাথে অর্জুন হিসেবে থাকবেন দিলীপ দাস। ছোটো কৃষ্ণ এবং অর্জুনের ভূমিকায় থাকবে সার্বভৌম রায় মজুমদার ঋদ্ধি এবং অর্ঘ ধর।

অনুষ্ঠান পরিচালনায় থাকবেন নন্দিত লেখক ও উপস্থাপক দেবাঞ্জনা মুখার্জি ভৌমিক।
আয়োজক কমিটির আরেক সদস্য ড. সুশীতল সিংহ চৌধুরী জানান কমিটির পাঁচ সদস্য কমিউনিটির বিপুল সংখ্যক মানুষকে সাথে নিয়ে এই আয়োজনকে সফল করতে কাজ করে চলেছেন। উৎসবে শ্রীকৃষ্ণ এবং হিন্দুধর্ম নিয়ে বিপুল সংখ্যক গ্রন্থ বিক্রির ব্যবস্থা থাকবে। থাকবে জন্মাষ্টমীর বিভিন্ন উপাচার যেমন কৃষ্ণমূর্তি ইত্যাদি বিক্রির ব্যবস্থাও।
স্কারবোরোর বার্চমাউন্ট রোডে অবস্থিত টরন্টো দুর্গাবাড়িতে অনুষ্ঠেয় এই আয়োজন শুরু হবে বিকেল ৫টায়। আয়োজকদের পক্ষে সুব্রত কুমার দাস জানিয়েছেন এই আয়োজন চলবে রাত দশটা পর্যন্ত। সকলের জন্যে প্রসাদের ব্যবস্থা থাকবে বলেও তিনি জানিয়েছেন। আয়োজকদের পক্ষ থেকে জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে এই মহতী আয়োজনে সম্পৃক্ত হতে আহবান জানানো হয়েছে।

উল্লেখ করা যেতে পারে যে পুরো অনুষ্ঠানটি এনআরবি টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে। এই সম্প্রচারে সহযোগিতা করছেন ব্যারিস্টার সূর্য চক্রবর্তী এবং তাঁর প্রতিষ্ঠান সূর্য ল।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.