টরন্টোর মেয়র অলিভিয়া চাউ এবং নগরীর পুলিশের প্রতিনিধিত্বকারী ইউনিয়ন তাদের মধ্যকার দূরত্ব কমিয়ে এনেছেন। অলিভিয়া চাউয়ের সঙ্গে বৈঠকের পর টরন্টো পুলিশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জন রিড বলেন, নতুন করে সবকিছু শুরু করার একটা সুযোগ বলে আমি মনে করি।
নতুন মেয়র সম্পর্ক মেরামতের জন্য ইউনিয়নের নেতাদের গত সোমবার তার কার্যালয়ে আমন্ত্রণ জানান। বেশ কিছু ঘটনায় পুলিশের আহত হওয়া ও একটি পুলিশ ডগের মৃত্যুর ঘটনায় অলিভিয়া চাউ সরাসরি পুলিশের পাশে না দাঁড়ানোয় সাম্প্রতিক বিরোধ শুরু হয়। ইউনিয়ন এক টুইটে বলে, মেয়র চাউ কি আমাদের সদস্যদের সমর্থনে কোনো সমবেদনা জ্ঞাপন করবেন বা তাদেকে সমর্থন দেবেন? আমরা যখন কোনো কিছু না শুনি তখন তা আমাদের উদ্বিগ্ন করে।
চাউ বলেন, পুলিশ প্রধানের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে তিনি তার সমর্থন জানিয়েছেন। কিন্তু এখন সেই বক্তব্য আরও বেশি প্রকাশ্য করছি।
চাউ বলেন, সম্মুখসারির কর্মকর্তারা যাতে প্রশংসীত হন এবং সমর্থনের বিষয়টি উপলব্ধি করতে পারেন সেটা নিশ্চিত করার ব্যাপারে আমরা কথা বলেছি।
অলিভিয়া চাউ এবং পুলিশ অ্যাসোসিয়েশনের মধ্যে তীক্ত সম্পর্ক তিনি কাউন্সিলর থাকার সময় থেকেই। ২০০০ সালে তিনি পুলিশ বোর্ড থেকে পদত্যাগ করতে বাধ্য হন। সহিংসতায় রূপ নেওয়া একটা সমাবেশ নিয়ে পুলিশেল সমালোচনা করার পর পদত্যাগ করতে হয়েছিল তাকে।
অতি সম্প্রতি মেয়র প্রার্থী ও টরন্টোর সাবেক পুলিশ প্রধান মার্ক সন্ডারস তার প্রচারণার বেশিরভাগ সময় ব্যয় করেন চাউয়ের ভোটিং রেকর্ড নিয়ে কথা বলে। তিনি বলেন, চাউ নির্বাচিত হলে পুলিশের বাজেট তিনি বন্ধ করে দিতে পারেন।