শুক্রবার, মে ৩, ২০২৪
12.7 C
Toronto

Latest Posts

গন্ডোলায় চেপে বিপাকে দর্শনার্থীরা

- Advertisement -

বানফ ন্যাশনাল পার্কে সাইটসিয়িং গন্ডোলায় চেপে বিপাকে পড়তে হয় দর্শনার্থীদের। বিদ্যুৎ বিভ্রাট দেখা দিলে পর্বত থেকে নেমে আসতে তাদেরকে সাহায্য নিতে হয়।

- Advertisement -

জনপ্রিয় গন্ডোলা পরিচালনাকারী কোম্পানি পারসুট এক বিবৃতিতে বলেছে, বজ্রপাতের কারণে বানফজুড়ে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। ঝড়ের কারণে গন্ডোলা থামানোর মতো এক নজিরবিহীন অভিজ্ঞতার মুখে পড়তে হয় আমাদের। বিদ্যুৎ চলে গেলে আমাদের প্রথম অগ্রাধিকার হয়ে দাঁড়ায় গন্ডোলা কেবিনে থাকা ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিত করা।
বানফ গন্ডোলা এক নোটে বলেছে, আট মিনিটের যাত্রায় ৬৯৮ মিটার উচ্চতায় সালফার মাউন্টেনের চূড়ায় আরোহন করুন। গাছের মাথার ওপর দিয়ে নেমে আসুন এবং পর্বতের চূড়ায় আরোহনের অনন্য অভিজ্ঞতা নিন।

পর্বতনের চূড়ায় একটি ভবনে বেশ কিছু রেস্তোরাঁ ও গিফট স্টোরও রয়েছে।

টুইটারে পোস্ট করা এক ভিডিওতে দেখানো হয়েছে, বিদ্যুৎবিহীন অবস্থায় অতিথিরা মেঝেতে ঘুমিয়ে আছেন। সেই সঙ্গে লেখা হয়েছে, এই ধরনের পরিস্থিতিতে পূর্বপ্রস্তুতি না থাকার বিষয়টি বিস্ময়ের।

এক নারী বলেন, কী ঘটেছে সে ব্যাপারে অতিথিদের কোনো কিছু জিজ্ঞাসা না করেই দুই ঘণ্টা পর রেস্তোরাঁ খাবার পরিবেশ শুরু করে।
বেশ কয়েকজন দর্শনার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে বলেছেন, তারা সালফার মাউন্টেনে সাড়ে পাঁচ কিলোমিটার হেঁটেছেন।

ওটিস বলেন, বাকি সব অতিথিকে হেলিকপ্টারে করে পর্বত থেকে নামিয়ে আনা হয়। এতে সহায়তা দেয় পার্কস কানাডা।
পার্কস কানাডার এক মুখপাত্র বলেন, ভিজিটর সেফটি টিম তাদেরকে সহায়তা করেছে।

বানফ ফিল্ড ইউনিটের কমিউনিকেশন কর্মকর্তা এমা বাজেরি বলেন, সব দর্শনার্থীর নিরাপদে গন্ডোলা বেজে নেমে আসার বিষয়টি পার্ক কানাডা নিশ্চিত করতে পারে। আরও তথ্য সংগ্রহে এখনো কাজ করছেন তিনি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.