মঙ্গলবার, সেপ্টেম্বর ২৬, ২০২৩
17.4 C
Toronto

Latest Posts

ঢাবি ভিসি কানাডার আকু’র সিম্পোজিয়ামে যেতে চেয়েছিলেন

- Advertisement -
বিষয়টি নিশ্চিত করেছেন আকু’র সংযোগ ও বিপণন প্রধান কর্মকর্তা ড. লরা প্রিটশ্চ এফআরএসএ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামানই বাংলাদেশ থেকে একমাত্র অপরাপর ১৮ সদস্যভুক্ত বিশ্ববিদ্যালয়ের মাঝে গত সপ্তাহে কানাডার ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভাসিটিজ (আকু)’র সিম্পোজিয়ামে যোগ দিতে চেয়েছিলেন, যাকে যথাসময়ে ভিসা দেয়া হয়নি, বিষয়টি নিশ্চিত করেছেন আকু’র সংযোগ ও বিপণন প্রধান কর্মকর্তা ড. লরা প্রিটশ্চ এফআরএসএ।

ড. লরা ইমেইলে তা নিশ্চিত করেন, যখন গত ২৪ জুলাই আদতে আকু’র পরিচালনা কাউন্সিলের চেয়ার ও নিউজিল্যান্ডের কেন্টারবারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শেরিল ডি লা রে-কে বিষয়টি জানতে ইমেইল করা হয়েছিল।

- Advertisement -

সে কারণে যুক্তরাজ্যের লন্ডন থেকে ড. লরা জানান, গত সপ্তাহে কানাডায় আকু’র যে কাউন্সিল মিটিং ও সিম্পোজিয়াম হয়েছিল, তাতে মোট কানাডাসহ ১১টি দেশের ১৩জন উপাচার্য যোগ দেন। সেক্ষেত্রে বাংলাদেশ থেকে একমাত্র অধ্যাপক আখতারুজ্জামানই কাউন্সিল সদস্য ছিলেন। আমরা অধ্যাপক আখতারুজ্জামানের ভিসা আবেদনের ক্ষেত্রে তার দফতরকে সহযোগিতা প্রদান করেছিলাম এবং দুঃখজনকভাবে তা অনুষ্ঠানে যোগদানের ক্ষেত্রে যথাসময়ে প্রদান করা হয়নি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.