সোমবার, সেপ্টেম্বর ২৫, ২০২৩
16.7 C
Toronto

Latest Posts

অন্টারিও প্লেসে বেসরকারি স্পা নিয়ে টরন্টোবাসীর উদ্বেগ

- Advertisement -
প্রদেশের অন্টারিও প্লেসের পুনঃউন্নয়ন পরিকল্পনা নিয়ে এ বছরের গোড়ার দিকে কমিউনিটি কনসালটেশন সেশনের আয়োজন করে সিটি। সিটি অব টরন্টোর তথ্য অনুযায়ী, ১৫ এপ্রিল অনুষ্ঠিত সরাসরি বৈঠকে এবং তিনদিন পর অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে প্রায় ৯০০ জন অংশ নেন। ৩০০ এর মতো কাগুজে এবং ডিজিটাল মতামত ফরম পাওয়া যায় এ সময়

অন্টারিও প্লেসের ভবিষ্যৎ নিয়ে পরামর্শে অংশ নেওয়া অন্টারিওবাসীর সিংহভাগই ওয়েস্ট আইল্যান্ডের পুনঃউন্নয়ন পরিকল্পনার পক্ষে নন। সিটি অব টরন্টোর নতুন এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রদেশের অন্টারিও প্লেসের পুনঃউন্নয়ন পরিকল্পনা নিয়ে এ বছরের গোড়ার দিকে কমিউনিটি কনসালটেশন সেশনের আয়োজন করে সিটি। সিটি অব টরন্টোর তথ্য অনুযায়ী, ১৫ এপ্রিল অনুষ্ঠিত সরাসরি বৈঠকে এবং তিনদিন পর অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে প্রায় ৯০০ জন অংশ নেন। ৩০০ এর মতো কাগুজে এবং ডিজিটাল মতামত ফরম পাওয়া যায় এ সময়।

- Advertisement -

প্রতিবেদন অনুযায়ী, জনগণ সাধারণত অন্টারিও প্লেস সাইটের পুনর্জাগরণ ও বিনিয়োগের পক্ষে ছিলেন। যদিও বৈঠকে অংশ নেওয়া সিংহভাগ অন্টারিওবাসী ওয়েস্টল্যান্ডের পুনঃউন্নয়নের পক্ষে সমর্থন জানাননি।

বেশিরভাগের উদ্বেগের কারণ ছিল ওয়েস্টল্যান্ডে বিশাল আকৃতির বেসরকারি স্পা ও ওয়াটারপার্ক নির্মাণ নিয়ে। প্রতিবেদনে বলা হয়েছে, জনগণের মতে স্পা ভবনটি অনেক বেশি উুঁচ, যা এই অঞ্চলের জন্য উপযুক্ত নয়। বর্তমান ভবন বিদ্যমান পড, সিনেস্ফিয়ার ও ওয়াটারফ্রন্ট দেখার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।

প্রস্তাবিত স্পার নকশায় রাখা হয়েছে ২২ হাজার বর্গমিটারের কাচের কাঠামো ও পাঁচ তলা আন্ডারগ্রাউন্ড পার্কিং গ্যারেজ। স্পাটি পরিচালনা করবে অস্ট্রিয়ান রিসোর্ট নির্মাতা প্রতিষ্ঠান থার্মে। ইনফ্রাস্ট্রাকচার অন্টারিওর তথ্য অনুযায়ী, ওয়েস্টল্যান্ডের অর্ধেকজুড়ে থাকবে স্পা ভবন। কাচের তৈরি বৃহৎ আকারের এই স্পা ভবন শীতল ও গরম রাখতে যে বিপুল পরিমাণ জ¦ালানি লাগবে তা নিয়ে জনগণের উদ্বেরগ কথা বিশেভাবে তুলে ধরা হয়েছে প্রতিবেদনে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.