অন্টারিও প্লেসের উন্নয়নে সিটি কাউন্সিল স্বেচ্ছায় জমি দিতে না চাইলে প্রদেশ সিটি অব টরন্টোর কাছ থেকে তা জোরপূর্বক নিয়ে নিতে পারে। নতুন এক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
অন্টারিও প্লেস পুনঃউন্নয়ন প্রকল্পের পরিবেশগত গবেষণা প্রতিবেদনের খসড়া এরই মধ্যে প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনের লেখকরা এই ইঙ্গিত দিয়েছেন যে, টরন্টোর মালিকানাধীন পানি ও জমি হস্তান্তরের বিষয়ে সিটির সঙ্গে প্রদেশ যদি সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয় সেক্ষেত্রে জোরপূর্বক তা অধিগ্রহণের প্রয়োজন পড়তে পারে।
পুনঃউন্নয়ন পরিকল্পনার আগে গত মাসে অন্টারিও প্লেসের কিছু অংশে জনগণের প্রবেশ নিষিদ্ধ করেছে অন্টারিও। তথাকথিত মেগা স্প্ ানির্মাণের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বিরোধীদলের সদস্য ও টরন্টোর নবনির্বাচিত মেয়র অলিভিয়া চাউ। স্পা’টি অস্ট্রিয়ান রিসোর্ট উন্নয়নকারী থার্মের।
বৃহস্পতিবার বিকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চাউ বলেন, অন্টারিও প্লেসের জমি প্রদেশ যদি জোরপূর্বক অধিগ্রহণ করে তাহলে প্রদেশকে আদালতে নেওয়া এড়াতে পারবেন বলে তিনি আশাবাদী। প্রিমিয়ার ডগ ফোর্ডের সঙ্গে কথা বলার অপেক্ষায় আছি আমি। তার সঙ্গে বসে অনেক বিষয় নিয়ে আলোচনার জণ্য অপেক্ষা করে আছি। অন্টারিও প্লেস এগুলোর একটি। জোরপূর্বক অধিগ্রহণ নিষ্ঠুর পদ্ধতি এবং এ জন্য সময় প্রয়োজন। আমরা যেটা চাই তা হলো আদালতে যথেষ্ট পরিমাণ অর্থ অপচয় না করা। কিন্তু সেই সম্ভাবনা রয়েছে।
নির্বাচনী প্রচারণার সময় প্রদেশের স্পা পরিকল্পনার বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার করেছিলেন অলিভিয়া চাউ। সাংবাদিকদের তিনি বলেন, ডগ ফোর্ডের পরিকল্পনা সঠিক নয়। আমার প্রত্যাশা আমি এবং প্রিমিয়ার মিলে একটা অভিন্ন সমাধানে আসতে পারবো।