মঙ্গলবার, সেপ্টেম্বর ২৬, ২০২৩
17.4 C
Toronto

Latest Posts

বিলিয়ে দেওয়া হলো ম্যানিটোবার দুর্ঘটনায় নিহতদের খাবার ও পোশাক

- Advertisement -
ম্যানিটোবার ডফিনে চার্চ অব ক্রাইস্টের কমিউনিটি মন্ত্রী ওয়েন ওলসন বলেন, বড় ক্ষতির সত্ত্বেও এটা অন্যদের জন্য বড় সুবিধা। একটি ঘটনার বড় ছবিটা যখন দেখবেন তখন অবাক করার মতো সব বিষয় খুঁজে পাবেন

ম্যানিটোবায় বাস দুর্ঘটনায় নিহত ১৬ জনের স্মৃতিচিহ্ন এখনো পশ্চিম ম্যানিটোবা কমিউনিটির মধ্যে বেঁচে আছে। কারণ, তাদের কাপড় চোপড় ও বেঁচে যাওয়া খাবার অভাবী মানুষদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়েছে।

ম্যানিটোবার ডফিনে চার্চ অব ক্রাইস্টের কমিউনিটি মন্ত্রী ওয়েন ওলসন বলেন, বড় ক্ষতির সত্ত্বেও এটা অন্যদের জন্য বড় সুবিধা। একটি ঘটনার বড় ছবিটা যখন দেখবেন তখন অবাক করার মতো সব বিষয় খুঁজে পাবেন। দুর্ঘটনায় নিহতদের সহায়তা এখন অনেক মানুষের কাজে আসছে।

- Advertisement -

গত ১৫ জুন ডফিন ও এর আশপাশের এলাকা থেকে জ্যেষ্ঠ নাগরিকদের নিয়ে একটি মিনিবাস ক্যাসিনোর উদ্দেশে যাচ্ছিল। ১৯০ কিলোমিটার দক্ষিণে কারবেরি শহরের কাছে ট্রান্স-কানাডা হাইওয়েতে একটি সেমি ট্রেইলার ট্রাকের রাস্তার মধ্যে ঢুকে পড়ে বাসটি এবং দুর্ঘটনায় পড়ে। বাসে থাকা ব্যক্তিদের কেউ ছিলেন গ্র্যান্ডপ্যারেন্ট, কেউ মা, কেউ বা মা-বাবা এবং ভাই-বোন।

স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, দুর্ঘটনায় আহত আরও ৯ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে বাসের চালকও রয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।

এ ঘটনায় গত বৃহস্পতিবার কমিউনিটির পক্ষ থেকে স্মরণসভার আয়োজন করা হয়। সেখানে ১৮টি মোমবাতি প্রজ্জ্বালন করা হয়। এর মধ্যে ১৬টি নিহতদের জন্য, একটি হাসপাতালে চিকিৎসাধীন একজনের জন্য এবং বাকিটা দুর্ঘটনায় প্রথম যিনি সাহায্যের হাত বাড়িয়েছিলেন তার জন্য।
একই দিনে নিহতদের খাবারগুলো ডফিন ফুড ব্যাংকের কাছে হস্তান্তর করা হয়। রান্না করা কিছু খাবার অনুদান দেওয়া সম্ভব হয়নি এবং সেগুলো অভাবীদের মাঝে বিলিয়ে দেওয়া হয়।

ওলসন বলেন, ফুড ব্যাংকগুলোর ব্যস্ততা সাম্প্রতিক বছরে অনেক বেড়ে গেছে। তাই অনুদানের প্রয়োজন হয় প্রায় সময়ই। তাদের উদ্দেশ্য ১০০ জন মানুষকে খাওয়ানো। কিন্তু এখন খাওয়াতে হচ্ছে ১৮০ জনে মতো মানুষকে। চার্চ অব ক্রাইস্ট ২০০৩ সালে সাবেক একটি আবাসিক স্কুল ভবন ক্রয় করে। পরবর্তীতে এটি ফুড ব্যাংক ও কাপড় বিতরণের সেন্টার হিসেবে ব্যবহার করা শুরু হয়। এতে আবাসন ও ইনডোর খেলার মাঠের ব্যবস্থাও রয়েছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.